ক্রীড়া ডেস্ক
ডেভিড ওয়ার্নারের উইকেট বলে কথা। ক্যাচ ধরার পর রোয়েলফ ফন ডার মারউইর বুনো উল্লাস থাকাটাই স্বাভাবিক। কিন্তু ওয়ার্নার যে খুব আত্মবিশ্বাসী ছিলেন। তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত যাওয়ার পর দেখা গেল মারউই বল পুরোপুরি ধরে রাখতে না রাখতেই মাটি স্পর্শ করেছে। এভাবে বেঁচে যাওয়ার পর রেকর্ড গড়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার ছাড়িয়ে গেছেন রিকি পন্টিংকে।
টস জিতে আজ ব্যাটিং নিয়েছে অস্ট্রেলিয়া। ৩.৫ ওভারে ১ উইকেটে ২৮ রান হয়ে যায় অজিদের। ১৫ বলে ৯ রান করে আউট হয়ে যান মিচেল মার্শ। মার্শের আউটের পর আক্রমণাত্মক হয়ে যান ওয়ার্নার। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামা স্মিথকে সঙ্গে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ওয়ার্নার। নেদারল্যান্ডস বোলাররা রীতিমতো দিশেহারা হয়ে যান ওয়ার্নার স্মিথের আক্রমণাত্মক ব্যাটিংয়ে।
২৩ তম ওভারে ওয়ার্নারের সঙ্গে ঘটেছে অদ্ভুত ঘটনা। ওভারের চতুর্থ বলে বাস ডি লিডকে চার মারেন ওয়ার্নার। ঠিক তার পরের বলে কাভার এলাকা দিয়ে চার মারার চেষ্টা করেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। ফন ডার মারউই ক্যাচ ধরে উল্লাস প্রকাশ করলেও ওয়ার্নার বুঝতে পেরেছেন যে তিনি আউট হননি। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের রান ছিল ৭৩। এভাবে ‘প্রতারণা’ থেকে বেঁচে যাওয়ার পর একই ওভারের শেষ বলে চার মেরেছেন ওয়ার্নার।
কিছুক্ষণ পর আউট হয়েছেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ২৩.৩ ওভারে ২ উইকেটে ১৬০ রান। এরপর মারনাস লাবুশেন এসে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকায় অপেক্ষা বাড়তে থাকে ওয়ার্নারের। শেষ পর্যন্ত ৩৯ তম ওভারে গিয়ে সেঞ্চুরি পেয়েছেন ওয়ার্নার। ওভারের তৃতীয় বলে ডি লিডকে স্কয়ার লেগ দিয়ে চার মেরে ওয়ানডে ক্যারিয়ারের ২২ তম সেঞ্চুরি তুলে নেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বকাপ ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। তাতে রিকি পন্টিংকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরি করে ফেলেন বাঁহাতি ওপেনার।
সেঞ্চুরির পর অবশ্য ইনিংস বড় করতে পারেননি ওয়ার্নার। ৯৩ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১০৪ রান করেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ ওভারে ৬ উইকেটে ২৯৭ রান করেছে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল ২২ রানে ব্যাটিং করছেন। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স এখনো রানের খাতা খুলতে পারেননি।
ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার শীর্ষ পাঁচ ব্যাটার:
৬-ডেভিড ওয়ার্নার
৫-রিকি পন্টিং
৪-মার্ক ওয়াহ
৩-অ্যারন ফিঞ্চ
৩-ম্যাথ্যু হেইডেন
ডেভিড ওয়ার্নারের উইকেট বলে কথা। ক্যাচ ধরার পর রোয়েলফ ফন ডার মারউইর বুনো উল্লাস থাকাটাই স্বাভাবিক। কিন্তু ওয়ার্নার যে খুব আত্মবিশ্বাসী ছিলেন। তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত যাওয়ার পর দেখা গেল মারউই বল পুরোপুরি ধরে রাখতে না রাখতেই মাটি স্পর্শ করেছে। এভাবে বেঁচে যাওয়ার পর রেকর্ড গড়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার ছাড়িয়ে গেছেন রিকি পন্টিংকে।
টস জিতে আজ ব্যাটিং নিয়েছে অস্ট্রেলিয়া। ৩.৫ ওভারে ১ উইকেটে ২৮ রান হয়ে যায় অজিদের। ১৫ বলে ৯ রান করে আউট হয়ে যান মিচেল মার্শ। মার্শের আউটের পর আক্রমণাত্মক হয়ে যান ওয়ার্নার। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামা স্মিথকে সঙ্গে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ওয়ার্নার। নেদারল্যান্ডস বোলাররা রীতিমতো দিশেহারা হয়ে যান ওয়ার্নার স্মিথের আক্রমণাত্মক ব্যাটিংয়ে।
২৩ তম ওভারে ওয়ার্নারের সঙ্গে ঘটেছে অদ্ভুত ঘটনা। ওভারের চতুর্থ বলে বাস ডি লিডকে চার মারেন ওয়ার্নার। ঠিক তার পরের বলে কাভার এলাকা দিয়ে চার মারার চেষ্টা করেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। ফন ডার মারউই ক্যাচ ধরে উল্লাস প্রকাশ করলেও ওয়ার্নার বুঝতে পেরেছেন যে তিনি আউট হননি। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের রান ছিল ৭৩। এভাবে ‘প্রতারণা’ থেকে বেঁচে যাওয়ার পর একই ওভারের শেষ বলে চার মেরেছেন ওয়ার্নার।
কিছুক্ষণ পর আউট হয়েছেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ২৩.৩ ওভারে ২ উইকেটে ১৬০ রান। এরপর মারনাস লাবুশেন এসে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকায় অপেক্ষা বাড়তে থাকে ওয়ার্নারের। শেষ পর্যন্ত ৩৯ তম ওভারে গিয়ে সেঞ্চুরি পেয়েছেন ওয়ার্নার। ওভারের তৃতীয় বলে ডি লিডকে স্কয়ার লেগ দিয়ে চার মেরে ওয়ানডে ক্যারিয়ারের ২২ তম সেঞ্চুরি তুলে নেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বকাপ ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। তাতে রিকি পন্টিংকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরি করে ফেলেন বাঁহাতি ওপেনার।
সেঞ্চুরির পর অবশ্য ইনিংস বড় করতে পারেননি ওয়ার্নার। ৯৩ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১০৪ রান করেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ ওভারে ৬ উইকেটে ২৯৭ রান করেছে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল ২২ রানে ব্যাটিং করছেন। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স এখনো রানের খাতা খুলতে পারেননি।
ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার শীর্ষ পাঁচ ব্যাটার:
৬-ডেভিড ওয়ার্নার
৫-রিকি পন্টিং
৪-মার্ক ওয়াহ
৩-অ্যারন ফিঞ্চ
৩-ম্যাথ্যু হেইডেন
৩৫ পেরোলেই উপমহাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে অবসরের গুঞ্জনটা বেশিই শোনা যায়। ৩৬ ও ৩৭ বছর বয়সী বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অবসর নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে। বিশেষ করে, রোহিতকে নিয়ে ফিসফাস একটু বেশিই শোনা গেছে।
৩৫ মিনিট আগেভয়াবহ বন্যা আঘাত হেনেছে আর্জেন্টিনায়। এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির জনজীবন বিপর্যস্ত। দেশের মানুষের এই দুঃসময়ে প্রাণ কাঁদছে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কেন্দ্রীয় চুক্তিতে না থাকার জন্য বোর্ডকে অনুরোধ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি সূত্রে সেটা জানা গেছে। আর নতুন চুক্তি অনুযায়ী বিসিবির সর্বোচ্চ বেতন পাবেন তাসকিন আহমেদ।
৩ ঘণ্টা আগেনিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। ফাইনাল হয়েছে সেখানে। ৮ দলের অংশগ্রহণে ১৫ ম্যাচ শেষে টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে ভারতেরই দাপট বেশি।
৪ ঘণ্টা আগে