ডেভিড ওয়ার্নারের উইকেট বলে কথা। ক্যাচ ধরার পর রোয়েলফ ফন ডার মারউইর বুনো উল্লাস থাকাটাই স্বাভাবিক। কিন্তু ওয়ার্নার যে খুব আত্মবিশ্বাসী ছিলেন। তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত যাওয়ার পর দেখা গেল মারউই বল পুরোপুরি ধরে রাখতে না রাখতেই মাটি স্পর্শ করেছে। এভাবে বেঁচে যাওয়ার পর রেকর্ড গড়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার ছাড়িয়ে গেছেন রিকি পন্টিংকে।
টস জিতে আজ ব্যাটিং নিয়েছে অস্ট্রেলিয়া। ৩.৫ ওভারে ১ উইকেটে ২৮ রান হয়ে যায় অজিদের। ১৫ বলে ৯ রান করে আউট হয়ে যান মিচেল মার্শ। মার্শের আউটের পর আক্রমণাত্মক হয়ে যান ওয়ার্নার। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামা স্মিথকে সঙ্গে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ওয়ার্নার। নেদারল্যান্ডস বোলাররা রীতিমতো দিশেহারা হয়ে যান ওয়ার্নার স্মিথের আক্রমণাত্মক ব্যাটিংয়ে।
২৩ তম ওভারে ওয়ার্নারের সঙ্গে ঘটেছে অদ্ভুত ঘটনা। ওভারের চতুর্থ বলে বাস ডি লিডকে চার মারেন ওয়ার্নার। ঠিক তার পরের বলে কাভার এলাকা দিয়ে চার মারার চেষ্টা করেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। ফন ডার মারউই ক্যাচ ধরে উল্লাস প্রকাশ করলেও ওয়ার্নার বুঝতে পেরেছেন যে তিনি আউট হননি। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের রান ছিল ৭৩। এভাবে ‘প্রতারণা’ থেকে বেঁচে যাওয়ার পর একই ওভারের শেষ বলে চার মেরেছেন ওয়ার্নার।
কিছুক্ষণ পর আউট হয়েছেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ২৩.৩ ওভারে ২ উইকেটে ১৬০ রান। এরপর মারনাস লাবুশেন এসে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকায় অপেক্ষা বাড়তে থাকে ওয়ার্নারের। শেষ পর্যন্ত ৩৯ তম ওভারে গিয়ে সেঞ্চুরি পেয়েছেন ওয়ার্নার। ওভারের তৃতীয় বলে ডি লিডকে স্কয়ার লেগ দিয়ে চার মেরে ওয়ানডে ক্যারিয়ারের ২২ তম সেঞ্চুরি তুলে নেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বকাপ ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। তাতে রিকি পন্টিংকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরি করে ফেলেন বাঁহাতি ওপেনার।
সেঞ্চুরির পর অবশ্য ইনিংস বড় করতে পারেননি ওয়ার্নার। ৯৩ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১০৪ রান করেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ ওভারে ৬ উইকেটে ২৯৭ রান করেছে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল ২২ রানে ব্যাটিং করছেন। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স এখনো রানের খাতা খুলতে পারেননি।
ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার শীর্ষ পাঁচ ব্যাটার:
৬-ডেভিড ওয়ার্নার
৫-রিকি পন্টিং
৪-মার্ক ওয়াহ
৩-অ্যারন ফিঞ্চ
৩-ম্যাথ্যু হেইডেন
ডেভিড ওয়ার্নারের উইকেট বলে কথা। ক্যাচ ধরার পর রোয়েলফ ফন ডার মারউইর বুনো উল্লাস থাকাটাই স্বাভাবিক। কিন্তু ওয়ার্নার যে খুব আত্মবিশ্বাসী ছিলেন। তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত যাওয়ার পর দেখা গেল মারউই বল পুরোপুরি ধরে রাখতে না রাখতেই মাটি স্পর্শ করেছে। এভাবে বেঁচে যাওয়ার পর রেকর্ড গড়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার ছাড়িয়ে গেছেন রিকি পন্টিংকে।
টস জিতে আজ ব্যাটিং নিয়েছে অস্ট্রেলিয়া। ৩.৫ ওভারে ১ উইকেটে ২৮ রান হয়ে যায় অজিদের। ১৫ বলে ৯ রান করে আউট হয়ে যান মিচেল মার্শ। মার্শের আউটের পর আক্রমণাত্মক হয়ে যান ওয়ার্নার। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামা স্মিথকে সঙ্গে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ওয়ার্নার। নেদারল্যান্ডস বোলাররা রীতিমতো দিশেহারা হয়ে যান ওয়ার্নার স্মিথের আক্রমণাত্মক ব্যাটিংয়ে।
২৩ তম ওভারে ওয়ার্নারের সঙ্গে ঘটেছে অদ্ভুত ঘটনা। ওভারের চতুর্থ বলে বাস ডি লিডকে চার মারেন ওয়ার্নার। ঠিক তার পরের বলে কাভার এলাকা দিয়ে চার মারার চেষ্টা করেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। ফন ডার মারউই ক্যাচ ধরে উল্লাস প্রকাশ করলেও ওয়ার্নার বুঝতে পেরেছেন যে তিনি আউট হননি। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের রান ছিল ৭৩। এভাবে ‘প্রতারণা’ থেকে বেঁচে যাওয়ার পর একই ওভারের শেষ বলে চার মেরেছেন ওয়ার্নার।
কিছুক্ষণ পর আউট হয়েছেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ২৩.৩ ওভারে ২ উইকেটে ১৬০ রান। এরপর মারনাস লাবুশেন এসে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকায় অপেক্ষা বাড়তে থাকে ওয়ার্নারের। শেষ পর্যন্ত ৩৯ তম ওভারে গিয়ে সেঞ্চুরি পেয়েছেন ওয়ার্নার। ওভারের তৃতীয় বলে ডি লিডকে স্কয়ার লেগ দিয়ে চার মেরে ওয়ানডে ক্যারিয়ারের ২২ তম সেঞ্চুরি তুলে নেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বকাপ ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। তাতে রিকি পন্টিংকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরি করে ফেলেন বাঁহাতি ওপেনার।
সেঞ্চুরির পর অবশ্য ইনিংস বড় করতে পারেননি ওয়ার্নার। ৯৩ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১০৪ রান করেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ ওভারে ৬ উইকেটে ২৯৭ রান করেছে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল ২২ রানে ব্যাটিং করছেন। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স এখনো রানের খাতা খুলতে পারেননি।
ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার শীর্ষ পাঁচ ব্যাটার:
৬-ডেভিড ওয়ার্নার
৫-রিকি পন্টিং
৪-মার্ক ওয়াহ
৩-অ্যারন ফিঞ্চ
৩-ম্যাথ্যু হেইডেন
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৪ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৬ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৬ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে