ছেঁড়া বস্তা সেলাই করে সংসার চলে তাঁদের
বস্তার দোকানে কর্মরত সিরাজুল হোসেন বলেন, ‘আগে আমি ভারতীয় চোরাচালানি ব্যবসা করতাম, ভারত থেকে শাড়ি জিরা নিয়ে আসতাম। সীমান্তে সিসি ক্যামেরা স্থাপন ও কড়াকড়ির কারণে আর ভারতে যেতে পারি না। এখন বৈধভাবে বস্তা সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করছি। এতে ভালোই চলছে সংসার।’