হিলি (দিনাজপুর) প্রতিনিধি
মাঘের হঠাৎ বৃষ্টির প্রভাব পড়েছে বাজারে। বৃষ্টির কারণে দেশীয় পেঁয়াজের সরবরাহ কমায় চাহিদা বেড়েছে আমদানি করা পেঁয়াজের। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাহিদার তুলনায় পেঁয়াজ আমদানি কম হওয়ায় পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে।
দুদিনের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে চার টাকা করে। আর দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে তিন টাকা করে।
হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। এছাড়া বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররাও বিপাকে পড়েছেন।
হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। গত বৃহস্পতিবার বন্দরে যে ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হয়েছিল ১৮ থেকে ১৯ টাকা সেই একই পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ২২ থেকে ২৩ টাকা কেজি দরে। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ ৩৫ থেকে ৩৬ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৩৮ থেকে ৩৯ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে হিলির কাঁচাবাজারের দোকানগুলোতে ভারতীয় পেঁয়াজ নেই সব দোকানেই দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে তবে দাম একটু বেশি। দুদিন আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছিল ২২ থেকে ২৩ টাকা কেজি দরে সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৬ টাকা কেজি দরে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রবিউল বলেন, ‘তেল চালসহ সব জিনিসের দাম বেড়েছে। যার কারণে আমাদের সংসারের ব্যয়ভার মেটাতে হিমশিম খেতে হচ্ছে। এর ওপর আবারও পেঁয়াজের দাম বাড়ছে। গত দুদিন আগে যে পেঁয়াজ ২২ টাকা কেজি দরে কিনলাম আজ সেই পেঁয়াজ কিনতে এসে দেখি দাম ২৫ থেকে ২৬ টাকা। এতে করে আমাদের মতো সাধারণ মানুষদের বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। পেঁয়াজের দাম যদি কমে তাহলে আমাদের জন্য ভালো হয়।’
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা মমিনুল হক বলেন, ‘বাজারে দেশীয় পেঁয়াজের দাম কম হওয়ায় ক্রেতারা ভারতীয় পেঁয়াজ না কিনে দেশীয় পেঁয়াজ কিনছে। আমরা দেশীয় পেঁয়াজ বিক্রি করছি। চাহিদা না থাকায় কোনো দোকানেই ভারতীয় পেঁয়াজ নেই। তবে মাঘ মাসের হঠাৎ বৃষ্টিতে দেশীয় বিভিন্ন অঞ্চলে খেত থেকে পেঁয়াজ ওঠাতে পারেনি কৃষকেরা। যার কারণে বাজারে পেঁয়াজের সরবরাহ খানিকটা কম রয়েছে। এতে করে পেঁয়াজের দাম কেজি প্রতি তিন টাকা করে বেড়েছে। তবে আবহাওয়া ভালো হলে খেত থেকে পেঁয়াজ ওঠানো শুরু হলে বাজারে পেঁয়াজের সরবরাহ যেমন বাড়বে তেমনি পেঁয়াজের দাম কমে আসবে।’
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী স্বপন মুন্সি ও আক্কাস আলী বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে পর্যাপ্ত পরিমানে দেশীয় পেঁয়াজ আবাদ হওয়ায় বাজারে যেমন দেশীয় পেঁয়াজের সরবরাহ বেশি রয়েছে তেমনি দাম কম থাকায় বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমেছে। যার কারণে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে লোকসান গুনতে হওয়ায় পেঁয়াজের আমদানি কমিয়েছেন বন্দরের আমদানিকারকরা। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বৃষ্টিপাত হওয়ার কারণে দেশের বিভিন্ন দেশীয় পেঁয়াজের মোকামগুলোতে পেঁয়াজের সরবরাহ খানিকটা কমায় দাম কিছুটা বেড়েছে। যার কারণে দেশের বাজারে আমদানি করা ভারতীয় পেঁয়াজের চাহিদা আগের তুলনায় কিছুটা বেড়েছে। মূলত চাহিদার তুলনায় বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কম ও সরবরাহ কমের কারণেই পেঁয়াজের দাম কিছুটা বাড়ছে। তবে সরবরাহ স্বাভাবিক হয়ে আসলে দাম আবারও কমে আসবে।’
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকলেও আমদানির পরিমান কিছুটা কমেছে। বন্দর দিয়ে বৃহস্পতিবার যেখানে ১০ ট্রাকে ২৬৮ টন পেঁয়াজ আমদানি হয়েছিল সেখানে শনিবার বন্দর দিয়ে তিনটি ট্রাকে ৮৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে।’
মাঘের হঠাৎ বৃষ্টির প্রভাব পড়েছে বাজারে। বৃষ্টির কারণে দেশীয় পেঁয়াজের সরবরাহ কমায় চাহিদা বেড়েছে আমদানি করা পেঁয়াজের। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাহিদার তুলনায় পেঁয়াজ আমদানি কম হওয়ায় পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে।
দুদিনের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে চার টাকা করে। আর দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে তিন টাকা করে।
হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। এছাড়া বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররাও বিপাকে পড়েছেন।
হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। গত বৃহস্পতিবার বন্দরে যে ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হয়েছিল ১৮ থেকে ১৯ টাকা সেই একই পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ২২ থেকে ২৩ টাকা কেজি দরে। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ ৩৫ থেকে ৩৬ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৩৮ থেকে ৩৯ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে হিলির কাঁচাবাজারের দোকানগুলোতে ভারতীয় পেঁয়াজ নেই সব দোকানেই দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে তবে দাম একটু বেশি। দুদিন আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছিল ২২ থেকে ২৩ টাকা কেজি দরে সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৬ টাকা কেজি দরে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রবিউল বলেন, ‘তেল চালসহ সব জিনিসের দাম বেড়েছে। যার কারণে আমাদের সংসারের ব্যয়ভার মেটাতে হিমশিম খেতে হচ্ছে। এর ওপর আবারও পেঁয়াজের দাম বাড়ছে। গত দুদিন আগে যে পেঁয়াজ ২২ টাকা কেজি দরে কিনলাম আজ সেই পেঁয়াজ কিনতে এসে দেখি দাম ২৫ থেকে ২৬ টাকা। এতে করে আমাদের মতো সাধারণ মানুষদের বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। পেঁয়াজের দাম যদি কমে তাহলে আমাদের জন্য ভালো হয়।’
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা মমিনুল হক বলেন, ‘বাজারে দেশীয় পেঁয়াজের দাম কম হওয়ায় ক্রেতারা ভারতীয় পেঁয়াজ না কিনে দেশীয় পেঁয়াজ কিনছে। আমরা দেশীয় পেঁয়াজ বিক্রি করছি। চাহিদা না থাকায় কোনো দোকানেই ভারতীয় পেঁয়াজ নেই। তবে মাঘ মাসের হঠাৎ বৃষ্টিতে দেশীয় বিভিন্ন অঞ্চলে খেত থেকে পেঁয়াজ ওঠাতে পারেনি কৃষকেরা। যার কারণে বাজারে পেঁয়াজের সরবরাহ খানিকটা কম রয়েছে। এতে করে পেঁয়াজের দাম কেজি প্রতি তিন টাকা করে বেড়েছে। তবে আবহাওয়া ভালো হলে খেত থেকে পেঁয়াজ ওঠানো শুরু হলে বাজারে পেঁয়াজের সরবরাহ যেমন বাড়বে তেমনি পেঁয়াজের দাম কমে আসবে।’
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী স্বপন মুন্সি ও আক্কাস আলী বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে পর্যাপ্ত পরিমানে দেশীয় পেঁয়াজ আবাদ হওয়ায় বাজারে যেমন দেশীয় পেঁয়াজের সরবরাহ বেশি রয়েছে তেমনি দাম কম থাকায় বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমেছে। যার কারণে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে লোকসান গুনতে হওয়ায় পেঁয়াজের আমদানি কমিয়েছেন বন্দরের আমদানিকারকরা। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বৃষ্টিপাত হওয়ার কারণে দেশের বিভিন্ন দেশীয় পেঁয়াজের মোকামগুলোতে পেঁয়াজের সরবরাহ খানিকটা কমায় দাম কিছুটা বেড়েছে। যার কারণে দেশের বাজারে আমদানি করা ভারতীয় পেঁয়াজের চাহিদা আগের তুলনায় কিছুটা বেড়েছে। মূলত চাহিদার তুলনায় বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কম ও সরবরাহ কমের কারণেই পেঁয়াজের দাম কিছুটা বাড়ছে। তবে সরবরাহ স্বাভাবিক হয়ে আসলে দাম আবারও কমে আসবে।’
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকলেও আমদানির পরিমান কিছুটা কমেছে। বন্দর দিয়ে বৃহস্পতিবার যেখানে ১০ ট্রাকে ২৬৮ টন পেঁয়াজ আমদানি হয়েছিল সেখানে শনিবার বন্দর দিয়ে তিনটি ট্রাকে ৮৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে।’
রাজধানীর বনানী এলাকা থেকে দুর্জয় শীল নামে এক সেনা সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।
১৩ মিনিট আগেরাজধানীর উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আলীম উল্লাহ (২৩) ও মো. শাকিল (২০) নামের আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ১৩ নম্বর প্লটের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে...
১৫ মিনিট আগেসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় উত্তরখানের একটি স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) ও ইস্রাফিল উদ্দিন ভূঁইয়ার (১৯)। পরিচয়ের একপর্যায়ে ইস্রাফিল ওই কিশোরীকে কু-প্রস্তাব দেন। কিন্তু রাজি না হওয়া তাঁকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল। এ ঘটনায় অভিযুক্ত ইস্রাফিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৯ মিনিট আগেখুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এ সময় কুয়েটের উপাচার্যের পদত্যাগ দাবি করে কুশপুত্তলিকা দাহ করেন তারা। গতকাল সোমবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়।
১ ঘণ্টা আগে