Ajker Patrika

বিজিবি-বিএসএফের মিষ্টিসহ নানা উপহার

হিলি স্থলবন্দর প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৫: ৩১
Thumbnail image

ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এ সময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানানো হয়।

গতকাল বুধবার দুপুর আড়াইটায় হিলি সীমান্তের চেকপোস্ট ফটকের শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার ইয়াসিন আলী ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার এএসআই কর্তার চান্দর হাতে মিষ্টি উপহার দেন। বিজিবির পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। এ সময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সোয়া ৯টায় বিএসএফের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়া ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের পক্ষ থেকেও বিজিবি ও হিলি ইমিগ্রেশন চেকপোস্টকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার ইয়াসিন আলী বলেন, ‘আজ (গতকাল) ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। তেমনি আমরাও তাঁদের বিজিবির পক্ষ থেকে মিষ্টি উপহার দিই। তাঁদের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছি।

সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মাঝে যেন সৌহার্দ্য সম্প্রতি ও সুসম্পর্ক বজায় থাকে, সে জন্য দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে। দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে এই রেওয়াজ চলে আসছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত