Ajker Patrika

হিলিতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, হাসপাতালে ভিড়

হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৬: ০৯
হিলিতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, হাসপাতালে ভিড়

দিনাজপুরের হিলিতে শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। তাদের মধ্যে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্ক মানুষেরা। রোগীর ভিড়ের কারণে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায়, দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হিলিতে তিন দিন আগে বৃষ্টির পর আবারও বেড়ে গেছে শীত। সেইসঙ্গে সকালে কুয়াশার চাদরে ঢাকা থাকছে পুরো এলাকা। এ ছাড়া ঠান্ডা বাতাস শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে। ঠান্ডার প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালে চিকিৎসা নিতে ভিড় করছেন রোগীরা। প্রতিদিন এ ধরনের ৩০/৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। আবার একই পরিমাণ রোগী আউটডোরে চিকিৎসক দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি ফেরেন।

ঠান্ডায় আক্রান্ত শিশুকে নিয়ে আসা গৃহবধূ হাসি আকতার বলেন, ‘দু-তিন আগে হিলিতে বৃষ্টিপাত হওয়ায় আবারও ঠান্ডা পড়েছে। কখনো গরম, কখনো ঠান্ডা আবহাওয়ার কারণে শিশুদের ডায়রিয়া হচ্ছে। আমার বাচ্চার ডায়রিয়া হয়ে শরীর একেবারে দুর্বল হয়ে পড়েছে। ঠিকমতো খাওয়াদাওয়া ও খেলাধুলা করছে না। তাই হাসপাতালে নিয়ে এসেছি।’

আরেক গৃহবধূ আলো আকতার বলেন, ‘হঠাৎ করে আমার বাচ্চার ঠান্ডা লাগায় জ্বর-সর্দি দেখা দিয়েছে। এ কারণে বাচ্চাকে নিয়ে হাসপাতালে এসেছি।’

হাসপাতালে ভর্তি নুর আলম বলেন, ‘শীতের মধ্যে কাজে বের হওয়ার কারণে ঠান্ডা লেগে নিউমোনিয়া দেখা দিয়েছে। এ ছাড়া দিনের মধ্যে ছয়-সাতবার পাতলা পায়খানা হচ্ছে, আবার পেটব্যথা করছে। আমরা তো দিনমজুর, খুব অসুবিধার মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছি।’

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাকিব হাসান জানান, শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তিন-চার দিনে শীত বেড়ে গেছে। একই সঙ্গে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা মাঝে অনেকাংশে কমে গিয়েছিল। শীতের কারণে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যাই বেশি। তাঁরা শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত। রোগী বাড়ার কারণে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।

তিনি আরও বলেন, ‘এ ধরনের রোগ থেকে বাঁচতে আমাদের পরামর্শ, বেশি শীতে গরম কাপড় পরিধান করতে হবে। ভিটামিন সি ও শীতকালীন নানা ধরনের সবজি খাওয়া ছাড়াও বয়স্ক ও শিশুদের ঠান্ডা পানি পান পরিহার করতে হবে। এতে করে এসব রোগ থেকে বেঁচে থাকা সম্ভব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত