কৃষ ফোরে হৃতিকের সঙ্গে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া
হৃতিকের সঙ্গে ‘কৃষ’ সিনেমায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এ জুটির রসায়ন মন কেড়েছিল দর্শকদের। পরের পর্ব ‘কৃষ থ্রি’তেও ছিলেন প্রিয়াঙ্কা। এক যুগ পর এবার পর্দায় আসছে এই সুপারহিরোর গল্প। এতে হৃতিকের সঙ্গে রেখা, প্রীতি জিনতা, বিবেক ওবেরয় ফিরছেন সবাই। গতকাল জানা গেল, প্রিয়াঙ্কাও ফিরবেন।