বিনোদন ডেস্ক
কাঁধে কাঁটাতার জড়ানো হাতিয়ার। কপাল ফেটে রক্ত বের হচ্ছে। গায়ে সৈনিকের পোশাক। কয়েক দিন আগে এমন লুকে চমকে দিয়েছিলেন সালমান খান। নতুন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এ একজন সৈনিকের ভূমিকায় দেখা যাবে সালমানকে। ২০২০ সালের গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে সিনেমাটি।
অপূর্ব লাখিয়া পরিচালিত ‘ব্যাটল অব গালওয়ান’-এ সালমান অভিনয় করবেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে। এ সিনেমার জন্য আদা-জল খেয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন সালমান। চলছে কড়া প্রস্তুতি। নিয়ম করে দুই বেলা জিম করছেন। বাদ দিয়েছেন মদ্যপানও।
জানা গেছে, এ মাস থেকে রিয়েল লোকেশনে শুরু হবে শুটিং। কয়েক ভাগে শুটিং চলবে নভেম্বর পর্যন্ত। যেহেতু লাদাখের রুক্ষ পার্বত্য অঞ্চলে লম্বা শিডিউলে শুটিং করতে হবে, তাই অতিরিক্ত ফিটনেস প্রয়োজন। সে জন্যই ব্যক্তিগত ট্রেনার নিয়োগ করে জিমে দুই বেলা ঘাম ঝরাচ্ছেন সালমান। উচ্চ পার্বত্য অঞ্চলের চাপ সামলানোর জন্য জিমেই উচ্চচাপের চেম্বারে অনুশীলন করছেন।
এ ছাড়া খাদ্যাভ্যাসেও বদল এনেছেন সালমান। মদ্যপান, ফাস্ট ফুড, এমনকি সফট ড্রিংকসও ত্যাগ করেছেন। মেনুতে যোগ হয়েছে হালকা খাবার। সৈনিকের মতোই ডায়েট মেনে চলছেন।
ব্যাটল অব গালওয়ানে সালমানের নায়িকা হিসেবে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। সালমানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ইনস্টাগ্রাম পেজ থেকে চিত্রাঙ্গদার একটি ছবি শেয়ার করে তাঁকে ব্যাটল অব গালওয়ান টিমে স্বাগত জানানো হয়েছে। পোস্টটি শেয়ার করে চিত্রাঙ্গদা লিখেছেন, ‘এই সিনেমায় আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। এটা সত্যিই আমার জন্য বিশেষ কিছু। এই টিমের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় আছি।’
ব্যাটল অব গালওয়ানের পরিচালক অপূর্ব লাখিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা তাঁর অনেক দিনের। ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’, ‘বব বিশ্বাস’-এর মতো সিনেমায় চিত্রাঙ্গদার দুর্দান্ত অভিনয় দেখেছেন। পরিচালকের আশা, ব্যাটল অব গালওয়ান সিনেমায়ও চিত্রাঙ্গদা চরিত্রটিকে প্রাণবন্ত করে তুলবেন।
কাঁধে কাঁটাতার জড়ানো হাতিয়ার। কপাল ফেটে রক্ত বের হচ্ছে। গায়ে সৈনিকের পোশাক। কয়েক দিন আগে এমন লুকে চমকে দিয়েছিলেন সালমান খান। নতুন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এ একজন সৈনিকের ভূমিকায় দেখা যাবে সালমানকে। ২০২০ সালের গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে সিনেমাটি।
অপূর্ব লাখিয়া পরিচালিত ‘ব্যাটল অব গালওয়ান’-এ সালমান অভিনয় করবেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে। এ সিনেমার জন্য আদা-জল খেয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন সালমান। চলছে কড়া প্রস্তুতি। নিয়ম করে দুই বেলা জিম করছেন। বাদ দিয়েছেন মদ্যপানও।
জানা গেছে, এ মাস থেকে রিয়েল লোকেশনে শুরু হবে শুটিং। কয়েক ভাগে শুটিং চলবে নভেম্বর পর্যন্ত। যেহেতু লাদাখের রুক্ষ পার্বত্য অঞ্চলে লম্বা শিডিউলে শুটিং করতে হবে, তাই অতিরিক্ত ফিটনেস প্রয়োজন। সে জন্যই ব্যক্তিগত ট্রেনার নিয়োগ করে জিমে দুই বেলা ঘাম ঝরাচ্ছেন সালমান। উচ্চ পার্বত্য অঞ্চলের চাপ সামলানোর জন্য জিমেই উচ্চচাপের চেম্বারে অনুশীলন করছেন।
এ ছাড়া খাদ্যাভ্যাসেও বদল এনেছেন সালমান। মদ্যপান, ফাস্ট ফুড, এমনকি সফট ড্রিংকসও ত্যাগ করেছেন। মেনুতে যোগ হয়েছে হালকা খাবার। সৈনিকের মতোই ডায়েট মেনে চলছেন।
ব্যাটল অব গালওয়ানে সালমানের নায়িকা হিসেবে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। সালমানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ইনস্টাগ্রাম পেজ থেকে চিত্রাঙ্গদার একটি ছবি শেয়ার করে তাঁকে ব্যাটল অব গালওয়ান টিমে স্বাগত জানানো হয়েছে। পোস্টটি শেয়ার করে চিত্রাঙ্গদা লিখেছেন, ‘এই সিনেমায় আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। এটা সত্যিই আমার জন্য বিশেষ কিছু। এই টিমের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় আছি।’
ব্যাটল অব গালওয়ানের পরিচালক অপূর্ব লাখিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা তাঁর অনেক দিনের। ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’, ‘বব বিশ্বাস’-এর মতো সিনেমায় চিত্রাঙ্গদার দুর্দান্ত অভিনয় দেখেছেন। পরিচালকের আশা, ব্যাটল অব গালওয়ান সিনেমায়ও চিত্রাঙ্গদা চরিত্রটিকে প্রাণবন্ত করে তুলবেন।
‘ডিয়ার মা’ সিনেমার প্রচারের অংশ হিসেবে সম্প্রতি দ্য টেলিগ্রাফের আয়োজনে একটি ফটোশুটে অংশ নেন। জয়ার সঙ্গে রোমান্টিক পোজে সহশিল্পী চন্দন রায় স্যানাল।
৮ ঘণ্টা আগেরেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে গান প্রকাশ করল শিরোনামহীন ব্যান্ড। গতকাল বৃহস্পতিবার শিরোনামহীন ব্যান্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘কতদূর’ শিরোনামের গানটি।
৮ ঘণ্টা আগে‘সন অব সরদার টু’ সিনেমার ‘পেহেলা তু দুজা তু’ গান প্রকাশের পর থেকে আলোচনায় অজয় দেবগন। এই গানে ফিঙ্গার ড্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপের শিকার হচ্ছেন অজয়। তৈরি হচ্ছে বিভিন্ন মিম ভিডিও। এবার অজয়ের নাচ নিয়ে মজা করলেন তাঁর স্ত্রী অভিনেত্রী কাজল দেবগন।
৮ ঘণ্টা আগেবিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়ে বলেছেন, অসুস্থ ফরিদা পারভীনের আরোগ্য কামনা করেছেন বিএনপির চেয়ারপারসন। একই সঙ্গে লালনসংগীতশিল্পীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
১২ ঘণ্টা আগে