বিনোদন ডেস্ক
কাঁধে কাঁটাতার জড়ানো হাতিয়ার। কপাল ফেটে রক্ত বের হচ্ছে। গায়ে সৈনিকের পোশাক। কয়েক দিন আগে এমন লুকে চমকে দিয়েছিলেন সালমান খান। নতুন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এ একজন সৈনিকের ভূমিকায় দেখা যাবে সালমানকে। ২০২০ সালের গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে সিনেমাটি।
অপূর্ব লাখিয়া পরিচালিত ‘ব্যাটল অব গালওয়ান’-এ সালমান অভিনয় করবেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে। এ সিনেমার জন্য আদা-জল খেয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন সালমান। চলছে কড়া প্রস্তুতি। নিয়ম করে দুই বেলা জিম করছেন। বাদ দিয়েছেন মদ্যপানও।
জানা গেছে, এ মাস থেকে রিয়েল লোকেশনে শুরু হবে শুটিং। কয়েক ভাগে শুটিং চলবে নভেম্বর পর্যন্ত। যেহেতু লাদাখের রুক্ষ পার্বত্য অঞ্চলে লম্বা শিডিউলে শুটিং করতে হবে, তাই অতিরিক্ত ফিটনেস প্রয়োজন। সে জন্যই ব্যক্তিগত ট্রেনার নিয়োগ করে জিমে দুই বেলা ঘাম ঝরাচ্ছেন সালমান। উচ্চ পার্বত্য অঞ্চলের চাপ সামলানোর জন্য জিমেই উচ্চচাপের চেম্বারে অনুশীলন করছেন।
এ ছাড়া খাদ্যাভ্যাসেও বদল এনেছেন সালমান। মদ্যপান, ফাস্ট ফুড, এমনকি সফট ড্রিংকসও ত্যাগ করেছেন। মেনুতে যোগ হয়েছে হালকা খাবার। সৈনিকের মতোই ডায়েট মেনে চলছেন।
ব্যাটল অব গালওয়ানে সালমানের নায়িকা হিসেবে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। সালমানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ইনস্টাগ্রাম পেজ থেকে চিত্রাঙ্গদার একটি ছবি শেয়ার করে তাঁকে ব্যাটল অব গালওয়ান টিমে স্বাগত জানানো হয়েছে। পোস্টটি শেয়ার করে চিত্রাঙ্গদা লিখেছেন, ‘এই সিনেমায় আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। এটা সত্যিই আমার জন্য বিশেষ কিছু। এই টিমের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় আছি।’
ব্যাটল অব গালওয়ানের পরিচালক অপূর্ব লাখিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা তাঁর অনেক দিনের। ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’, ‘বব বিশ্বাস’-এর মতো সিনেমায় চিত্রাঙ্গদার দুর্দান্ত অভিনয় দেখেছেন। পরিচালকের আশা, ব্যাটল অব গালওয়ান সিনেমায়ও চিত্রাঙ্গদা চরিত্রটিকে প্রাণবন্ত করে তুলবেন।
কাঁধে কাঁটাতার জড়ানো হাতিয়ার। কপাল ফেটে রক্ত বের হচ্ছে। গায়ে সৈনিকের পোশাক। কয়েক দিন আগে এমন লুকে চমকে দিয়েছিলেন সালমান খান। নতুন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এ একজন সৈনিকের ভূমিকায় দেখা যাবে সালমানকে। ২০২০ সালের গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে সিনেমাটি।
অপূর্ব লাখিয়া পরিচালিত ‘ব্যাটল অব গালওয়ান’-এ সালমান অভিনয় করবেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে। এ সিনেমার জন্য আদা-জল খেয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন সালমান। চলছে কড়া প্রস্তুতি। নিয়ম করে দুই বেলা জিম করছেন। বাদ দিয়েছেন মদ্যপানও।
জানা গেছে, এ মাস থেকে রিয়েল লোকেশনে শুরু হবে শুটিং। কয়েক ভাগে শুটিং চলবে নভেম্বর পর্যন্ত। যেহেতু লাদাখের রুক্ষ পার্বত্য অঞ্চলে লম্বা শিডিউলে শুটিং করতে হবে, তাই অতিরিক্ত ফিটনেস প্রয়োজন। সে জন্যই ব্যক্তিগত ট্রেনার নিয়োগ করে জিমে দুই বেলা ঘাম ঝরাচ্ছেন সালমান। উচ্চ পার্বত্য অঞ্চলের চাপ সামলানোর জন্য জিমেই উচ্চচাপের চেম্বারে অনুশীলন করছেন।
এ ছাড়া খাদ্যাভ্যাসেও বদল এনেছেন সালমান। মদ্যপান, ফাস্ট ফুড, এমনকি সফট ড্রিংকসও ত্যাগ করেছেন। মেনুতে যোগ হয়েছে হালকা খাবার। সৈনিকের মতোই ডায়েট মেনে চলছেন।
ব্যাটল অব গালওয়ানে সালমানের নায়িকা হিসেবে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। সালমানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ইনস্টাগ্রাম পেজ থেকে চিত্রাঙ্গদার একটি ছবি শেয়ার করে তাঁকে ব্যাটল অব গালওয়ান টিমে স্বাগত জানানো হয়েছে। পোস্টটি শেয়ার করে চিত্রাঙ্গদা লিখেছেন, ‘এই সিনেমায় আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। এটা সত্যিই আমার জন্য বিশেষ কিছু। এই টিমের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় আছি।’
ব্যাটল অব গালওয়ানের পরিচালক অপূর্ব লাখিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা তাঁর অনেক দিনের। ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’, ‘বব বিশ্বাস’-এর মতো সিনেমায় চিত্রাঙ্গদার দুর্দান্ত অভিনয় দেখেছেন। পরিচালকের আশা, ব্যাটল অব গালওয়ান সিনেমায়ও চিত্রাঙ্গদা চরিত্রটিকে প্রাণবন্ত করে তুলবেন।
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
২ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
২ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
২ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে