Ajker Patrika

যাঁদের দেখার কেউ নেই, সেই প্রবীণদের পাশে দাঁড়ালেন সোনু সুদ

বিনোদন ডেস্ক
সোনু সুদ। ছবি: ইনস্টাগ্রাম
সোনু সুদ। ছবি: ইনস্টাগ্রাম

পর্দার ‘ভিলেন’ সোনু সুদ, অথচ অসহায় মানুষদের কাছে তিনি ‘সত্যিকারের হিরো’। পর্দায় তিনি যতই কঠোর, নিষ্ঠুর বা ভয়ংকর খলনায়ক হন না কেন, বাস্তবজীবনে সোনু সুদ একেবারেই উল্টো। মানুষের পাশে থাকা—সেটাই যেন তাঁর আসল পরিচয়।

গত বুধবার, ৩০ জুলাই ৫২ বছরে পা দিয়েছেন এই অভিনেতা। এই বিশেষ দিনে অন্যদের কাছ থেকে উপহার নেওয়ার বদলে নিজেই সমাজকে দিলেন উপহার। জন্মদিনে একটি বৃদ্ধাশ্রম চালুর ঘোষণা দিলেন সোনু। প্রবীণদের জন্য নিরাপদ আশ্রয়, আনন্দের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন তিনি।

জানা গেছে, ৫০০ জন প্রবীণ নাগরিকের জন্য একটি বৃদ্ধাশ্রম গড়ে তুলছেন সোনু সুদ। যাঁদের দেখাশোনা করার কেউ নেই, তাঁদের যত্নে রাখার ব্যবস্থা করছেন তিনি। খাওয়া-দাওয়া থেকে শুরু করে প্রবীণ নাগরিকদের চিকিৎসার ব্যবস্থাও করা হবে এ বৃদ্ধাশ্রমে।

সোনুর এমন মানবিক উদ্যোগে খুশি তাঁর অনুরাগীরা। তবে এটাই প্রথম নয়, সোনু এই ধরনের মানবিক কাজ করে আসছেন অনেক বছর ধরে। একটা সময়ে সবার কাছে তিনি ছিলেন শুধুই একজন বলিউড অভিনেতা। তবে করোনা পরিস্থিতি সোনু সুদকে নতুনভাবে পরিচিত করিয়ে দেয়। অনেকেই তাঁকে এখন ‘গরিবের মসিহা’ বলে। মানুষের কাছে তিনি সত্যিকারের হিরো।

সোনু সুদ। ছবি: ইনস্টাগ্রাম
সোনু সুদ। ছবি: ইনস্টাগ্রাম

করোনার সময় থেকেই প্রান্তিক মানুষদের জন্য লড়ে যাচ্ছেন সোনু সুদ। অনেকের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন, মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন অনেক এতিম শিশুকে। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করেছেন, তাঁদের অন্নসংস্থান করে দিয়ে মানুষের মন জয় করেছেন।

এসব মানবিক কাজের জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেকবার ডাক পেয়েছেন সোনু সুদ। তবে মানুষের সেবা করার জন্য যে নির্দিষ্ট কোনো দলের পরিচিতি দরকার নেই, সেটা নিজের কাজ দিয়ে বুঝিয়ে দিয়েছেন সোনু সুদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত