বিনোদন ডেস্ক
‘সন অব সরদার টু’ সিনেমার ‘পেহেলা তু দুজা তু’ গান প্রকাশের পর থেকে আলোচনায় অজয় দেবগন। এই গানে ফিঙ্গার ড্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপের শিকার হচ্ছেন অজয়। তৈরি হচ্ছে বিভিন্ন মিম ভিডিও। এবার অজয়ের নাচ নিয়ে মজা করলেন তাঁর স্ত্রী অভিনেত্রী কাজল দেবগন।
গত মাসের শেষ দিকে মুক্তি পেয়েছে কাজল অভিনীত ‘মা’ সিনেমাটি। এখনো সেই সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি মা সিনেমার প্রমোশনের সময় অজয় দেবগনের নাচ নিয়ে জানতে চাওয়া হয় কাজলের কাছে। সে সময় মজা করে কাজল বলেন, ‘আমার মনে হয়, অজয় ইন্ডাস্ট্রির সেরা নৃত্যশিল্পীদের একজন। কারণ, তিনিই একমাত্র আঙুল দিয়ে নাচতে পারেন। আগে তো আমরা যেভাবে হাঁটতাম, চলতাম; সেভাবে গান তৈরি করা হতো। এখন তো দেখছি, শুধু আঙুলেই কাজ সারা যায়। এক, দুই, তিন-চার করে...।’
শুক্রবার ‘সন অব সর্দার টু’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ফিঙ্গার ড্যান্স নিয়ে ট্রলের জবাব দিয়েছেন অজয় দেবগন। তবে কঠিন কথায় নয়, তিনিও বলেছেন মজার ছলে। জানালেন, ট্রল হলেও কাজটা কঠিন ছিল তাঁর জন্য। অজয় বলেন, ‘অনেকে হয়তো আমাকে নিয়ে মজা করছেন, তবে আমার কাছে কিন্তু এটা ভীষণ কঠিন ছিল। তবে সেটা আমি করে দেখিয়েছি। তাই এবার আপনাদের আমাকে ধন্যবাদ বলার পালা।’
২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘সন অব সর্দার’। প্রথমবার ভারতের পাঞ্জাব শহরের গল্প থাকলেও এবার দেখা যাবে স্কটল্যান্ডের গল্প। প্রায় ৩ মিনিট দৈর্ঘ্যের ট্রেলারের পুরোটাজুড়ে দেখা গেল মজার সব সংলাপ ও দৃশ্য। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অজয় জানান, সন অব সর্দার সিনেমায় তাঁকে দেখা যাবে দ্বৈত ভূমিকায়। বিজয় কুমার অরোরা পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর, রবি কিষাণ প্রমুখ। ২৫ জুলাই মুক্তি পাবে ‘সন অব সরদার টু’।
‘সন অব সরদার টু’ সিনেমার ‘পেহেলা তু দুজা তু’ গান প্রকাশের পর থেকে আলোচনায় অজয় দেবগন। এই গানে ফিঙ্গার ড্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপের শিকার হচ্ছেন অজয়। তৈরি হচ্ছে বিভিন্ন মিম ভিডিও। এবার অজয়ের নাচ নিয়ে মজা করলেন তাঁর স্ত্রী অভিনেত্রী কাজল দেবগন।
গত মাসের শেষ দিকে মুক্তি পেয়েছে কাজল অভিনীত ‘মা’ সিনেমাটি। এখনো সেই সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি মা সিনেমার প্রমোশনের সময় অজয় দেবগনের নাচ নিয়ে জানতে চাওয়া হয় কাজলের কাছে। সে সময় মজা করে কাজল বলেন, ‘আমার মনে হয়, অজয় ইন্ডাস্ট্রির সেরা নৃত্যশিল্পীদের একজন। কারণ, তিনিই একমাত্র আঙুল দিয়ে নাচতে পারেন। আগে তো আমরা যেভাবে হাঁটতাম, চলতাম; সেভাবে গান তৈরি করা হতো। এখন তো দেখছি, শুধু আঙুলেই কাজ সারা যায়। এক, দুই, তিন-চার করে...।’
শুক্রবার ‘সন অব সর্দার টু’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ফিঙ্গার ড্যান্স নিয়ে ট্রলের জবাব দিয়েছেন অজয় দেবগন। তবে কঠিন কথায় নয়, তিনিও বলেছেন মজার ছলে। জানালেন, ট্রল হলেও কাজটা কঠিন ছিল তাঁর জন্য। অজয় বলেন, ‘অনেকে হয়তো আমাকে নিয়ে মজা করছেন, তবে আমার কাছে কিন্তু এটা ভীষণ কঠিন ছিল। তবে সেটা আমি করে দেখিয়েছি। তাই এবার আপনাদের আমাকে ধন্যবাদ বলার পালা।’
২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘সন অব সর্দার’। প্রথমবার ভারতের পাঞ্জাব শহরের গল্প থাকলেও এবার দেখা যাবে স্কটল্যান্ডের গল্প। প্রায় ৩ মিনিট দৈর্ঘ্যের ট্রেলারের পুরোটাজুড়ে দেখা গেল মজার সব সংলাপ ও দৃশ্য। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অজয় জানান, সন অব সর্দার সিনেমায় তাঁকে দেখা যাবে দ্বৈত ভূমিকায়। বিজয় কুমার অরোরা পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর, রবি কিষাণ প্রমুখ। ২৫ জুলাই মুক্তি পাবে ‘সন অব সরদার টু’।
‘ডিয়ার মা’ সিনেমার প্রচারের অংশ হিসেবে সম্প্রতি দ্য টেলিগ্রাফের আয়োজনে একটি ফটোশুটে অংশ নেন। জয়ার সঙ্গে রোমান্টিক পোজে সহশিল্পী চন্দন রায় স্যানাল।
৪ ঘণ্টা আগেরেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে গান প্রকাশ করল শিরোনামহীন ব্যান্ড। গতকাল বৃহস্পতিবার শিরোনামহীন ব্যান্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘কতদূর’ শিরোনামের গানটি।
৪ ঘণ্টা আগেবিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়ে বলেছেন, অসুস্থ ফরিদা পারভীনের আরোগ্য কামনা করেছেন বিএনপির চেয়ারপারসন। একই সঙ্গে লালনসংগীতশিল্পীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
৯ ঘণ্টা আগেরোজার ঈদকে টার্গেট করে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছেন আবু হায়াত মাহমুদ। একই ঈদে আসবে আফরান নিশো ও চঞ্চল চৌধুরী নিয়ে রেদওয়ান রনির ‘দম’। তবে, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম মনে করেন, ঈদ ছাড়াও সিনেমা মুক্তি পাওয়া উচিত।
১০ ঘণ্টা আগে