Ajker Patrika

অজয় দেবগনের নাচ নিয়ে মজা করলেন কাজল

বিনোদন ডেস্ক
আপডেট : ১১ জুলাই ২০২৫, ২০: ৫৩
অজয় দেবগন ও কাজল। ছবি: সংগৃহীত
অজয় দেবগন ও কাজল। ছবি: সংগৃহীত

‘সন অব সরদার টু’ সিনেমার ‘পেহেলা তু দুজা তু’ গান প্রকাশের পর থেকে আলোচনায় অজয় দেবগন। এই গানে ফিঙ্গার ড্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপের শিকার হচ্ছেন অজয়। তৈরি হচ্ছে বিভিন্ন মিম ভিডিও। এবার অজয়ের নাচ নিয়ে মজা করলেন তাঁর স্ত্রী অভিনেত্রী কাজল দেবগন।

গত মাসের শেষ দিকে মুক্তি পেয়েছে কাজল অভিনীত ‘মা’ সিনেমাটি। এখনো সেই সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি মা সিনেমার প্রমোশনের সময় অজয় দেবগনের নাচ নিয়ে জানতে চাওয়া হয় কাজলের কাছে। সে সময় মজা করে কাজল বলেন, ‘আমার মনে হয়, অজয় ইন্ডাস্ট্রির সেরা নৃত্যশিল্পীদের একজন। কারণ, তিনিই একমাত্র আঙুল দিয়ে নাচতে পারেন। আগে তো আমরা যেভাবে হাঁটতাম, চলতাম; সেভাবে গান তৈরি করা হতো। এখন তো দেখছি, শুধু আঙুলেই কাজ সারা যায়। এক, দুই, তিন-চার করে...।’

শুক্রবার ‘সন অব সর্দার টু’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ফিঙ্গার ড্যান্স নিয়ে ট্রলের জবাব দিয়েছেন অজয় দেবগন। তবে কঠিন কথায় নয়, তিনিও বলেছেন মজার ছলে। জানালেন, ট্রল হলেও কাজটা কঠিন ছিল তাঁর জন্য। অজয় বলেন, ‘অনেকে হয়তো আমাকে নিয়ে মজা করছেন, তবে আমার কাছে কিন্তু এটা ভীষণ কঠিন ছিল। তবে সেটা আমি করে দেখিয়েছি। তাই এবার আপনাদের আমাকে ধন্যবাদ বলার পালা।’

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘সন অব সর্দার’। প্রথমবার ভারতের পাঞ্জাব শহরের গল্প থাকলেও এবার দেখা যাবে স্কটল্যান্ডের গল্প। প্রায় ৩ মিনিট দৈর্ঘ্যের ট্রেলারের পুরোটাজুড়ে দেখা গেল মজার সব সংলাপ ও দৃশ্য। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অজয় জানান, সন অব সর্দার সিনেমায় তাঁকে দেখা যাবে দ্বৈত ভূমিকায়। বিজয় কুমার অরোরা পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর, রবি কিষাণ প্রমুখ। ২৫ জুলাই মুক্তি পাবে ‘সন অব সরদার টু’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারা দেশে আরও ১০ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

‘আজ বুঝলাম, সময়ের কাছে মানুষ কত অসহায়’—মৃত্যুর আগে স্ট্যাটাস স্বেচ্ছাসেবক লীগ নেতার

পাথর দিয়ে মাথা থেঁতলে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

রামদা হাতে ভাইরাল সেই সাবেক যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা

জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া রাইদা হতে চায় চিকিৎসক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত