কুয়েতে ভবনে আগুন, নিহত অন্তত ৩৯
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের দক্ষিণাঞ্চলের শহর মানগাফের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া, গুরুতর আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন। স্থানীয় সময় আজ বুধবার আবাসিক ভবনটিতে আগুন লাগে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।