মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের দক্ষিণাঞ্চলের শহর মানগাফের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া, গুরুতর আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন। স্থানীয় সময় আজ বুধবার আবাসিক ভবনটিতে আগুন লাগে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কুয়েতের মেজর জেনারেল ইদ রাশেদ হামাদ জানান, স্থানীয় সময় আজ সকাল ৬টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দেশটির আরেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি গৃহকর্মীরা ব্যবহার করছিলেন। সেখানে প্রচুরসংখ্যক শ্রমিক ছিলেন। এর মধ্যে কয়েক ডজনকে উদ্ধার করা হলেও দুর্ভাগ্যবশত ধোঁয়ায় দম বন্ধ হয়ে অনেকের মৃত্যু হয়েছে।
বিপুলসংখ্যক শ্রমিকের ভবনটিতে আটকে পড়া প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে সব সময়ই সতর্ক করা হয়েছিল। তবে শ্রমিকদের কর্মসংস্থানের ধরন বা তাঁদের পরিচয় সম্পর্কে বিশদ বিবরণ দেননি তিনি।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগুনের কারণে প্রায় ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। তবে পুলিশের উল্লেখ করা নিহত ৩৯ জনের মধ্যে এই চারজন আছেন কি না, তা স্পষ্ট নয়।
অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং আগুনের কারণ সম্পর্কে তদন্ত চলছে।
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের দক্ষিণাঞ্চলের শহর মানগাফের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া, গুরুতর আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন। স্থানীয় সময় আজ বুধবার আবাসিক ভবনটিতে আগুন লাগে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কুয়েতের মেজর জেনারেল ইদ রাশেদ হামাদ জানান, স্থানীয় সময় আজ সকাল ৬টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দেশটির আরেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি গৃহকর্মীরা ব্যবহার করছিলেন। সেখানে প্রচুরসংখ্যক শ্রমিক ছিলেন। এর মধ্যে কয়েক ডজনকে উদ্ধার করা হলেও দুর্ভাগ্যবশত ধোঁয়ায় দম বন্ধ হয়ে অনেকের মৃত্যু হয়েছে।
বিপুলসংখ্যক শ্রমিকের ভবনটিতে আটকে পড়া প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে সব সময়ই সতর্ক করা হয়েছিল। তবে শ্রমিকদের কর্মসংস্থানের ধরন বা তাঁদের পরিচয় সম্পর্কে বিশদ বিবরণ দেননি তিনি।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগুনের কারণে প্রায় ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। তবে পুলিশের উল্লেখ করা নিহত ৩৯ জনের মধ্যে এই চারজন আছেন কি না, তা স্পষ্ট নয়।
অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং আগুনের কারণ সম্পর্কে তদন্ত চলছে।
২০২৪ সালের আগে টেসলার ইতিহাসে মাত্র একবার ত্রৈমাসিক বিক্রি কমতে দেখা গিয়েছিল। কিন্তু এখন পরপর দুটি ত্রৈমাসিক প্রতিবেদনে টেসলার বিক্রিতে পতন ঘটেছে। দ্বিতীয় ত্রৈমাসিকে টেসলার বিক্রি গত বছরের তুলনায় ১৩.৫ শতাংশ কমে গেছে।
২ ঘণ্টা আগেজলবায়ু পরিবর্তনের দায়ে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে বলে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। আজ বুধবার এক ঐতিহাসিক রায়ে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানান, অতীতের কার্বন নিঃসরণসহ জলবায়ু সংকটে দায়বদ্ধতার বিষয়টি বিচারযোগ্য হলেও কোন দেশ কতটা দায়ী, তা নি
৩ ঘণ্টা আগেহামাসের প্রয়াত শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের স্ত্রী সামার আবু জামার গাজা থেকে পালিয়ে তুরস্কে গিয়ে আবারও বিয়ে করেছেন। গাজা থেকে পাওয়া একটি সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট’ এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করার অভিযোগে সত্তরোর্ধ্ব এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ওই নারী কেন্দ্রীয় ইসরায়েলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে