ক্যাশলেস আউটপেশেন্ট সেবা চালু করল মেটলাইফ বাংলাদেশ
মেটলাইফ থেকে বিমা নেওয়া প্রতিষ্ঠানের কর্মীদের জন্য হাসপাতালে চিকিৎসার জন্য ক্যাশলেস আউটপেশেন্ট সেবা চালু হয়েছে। ফলে বিমা করা কর্মীরা হাসপাতালের কাউন্টারে কোনো নগদ অর্থ না দিয়ে আউটপেশেন্ট সেবা গ্রহণ করতে পারবেন। এতে চিকিৎসক দেখানো, মেডিকেল টেস্ট বা অন্য যেকোনো ধরনের চিকিৎসা আউটপেশেন্ট সেবার অন্তর্ভুক