Ajker Patrika

ক্যাশলেস আউটপেশেন্ট সেবা চালু করল মেটলাইফ বাংলাদেশ 

বিজ্ঞপ্তি
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ২৩: ৩৭
Thumbnail image

মেটলাইফ থেকে বিমা নেওয়া প্রতিষ্ঠানের কর্মীদের জন্য হাসপাতালে চিকিৎসার জন্য ক্যাশলেস আউটপেশেন্ট সেবা চালু হয়েছে। ফলে বিমা করা কর্মীরা হাসপাতালের কাউন্টারে কোনো নগদ অর্থ না দিয়ে আউটপেশেন্ট সেবা গ্রহণ করতে পারবেন। এতে চিকিৎসক দেখানো, মেডিকেল টেস্ট বা অন্য যেকোনো ধরনের চিকিৎসা আউটপেশেন্ট সেবার অন্তর্ভুক্ত। 

মেটলাইফ থেকে বিমা নেওয়া ৯০০টি প্রতিষ্ঠানের তিন লাখের বেশি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা নতুন এই সুবিধা পাবেন। একই সঙ্গে তাঁদের জন্য বিদ্যমান ক্যাশলেস হাসপাতাল ভর্তি সুবিধাও অব্যাহত থাকবে। 

ক্যাশলেস আউটপেশেন্ট সেবার সুবিধা অনেক। এর ফলে কর্মীদের আর হাসপাতালের কাউন্টারে তৎক্ষণাৎ নগদ অর্থ দিতে হবে না। এই আর্থিক বোঝা দূর হলে কর্মীরা তাঁদের স্বাস্থ্য এবং সুস্থতার ওপর মনোযোগ দিতে পারবেন। সেবাটি চিকিৎসা প্রক্রিয়াটিকে আরও সহজ করে তুলবে, যাতে কর্মীরা তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত এবং কার্যকরীভাবে নিতে পারেন। 

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা চাই, আমাদের গ্রাহকেরা যাতে হাসপাতালে ভর্তির সময় খরচের দিকে নয়, বরং তাঁদের সুস্থতার দিকে বেশি মনোযোগ দিতে পারেন। আমাদের এই সামগ্রিক প্রাতিষ্ঠানিক বিমাসেবা বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের কর্মীদের প্রতি গুরুত্ব আরও দৃঢ়ভাবে প্রকাশ করতে সাহায্য করবে।’ 

ক্যাশলেস সুবিধাটি প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত সীমার ওপর নির্ভরশীল। প্রাথমিকভাবে, ক্যাশলেস আউটপেশেন্ট সেবাটি ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে পাওয়া যাবে। একই সঙ্গে অন্যান্য হাসপাতালেও এই সেবা সামনের দিনগুলোতে চালু করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত