হানিয়া-পরবর্তী হামাসের শীর্ষ নেতা হতে পারেন যাঁরা
হানিয়ার মৃত্যুর বিষয়টি যখন নিশ্চিত এবং দায়েফের বিষয়টি অনিশ্চিত, তারপরও আলোচনা শুরু হয়েছে যে, দায়েফ নিহত হলে তাঁদের জায়গায় হামাস ও এর সশস্ত্র শাখা আল-ক্বাসাম ব্রিগেডের নেতৃত্ব দেবেন কে। বার্তা সংস্থা রয়টার্স গোষ্ঠীর বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও রাজনৈতিক নেতার কথা তুলে ধরেছে, যাঁরা হামাসের পরবর্তী নেত