‘কষ্টের দান আত্তির পেডো যায়, বাইদ্য অইয়া আদা পাহা দান কাডি’
জাহানারার একা নন, বন্য হাতির আক্রমণ থেকে ফসল রক্ষায় আধা পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও, পানিহাটা, বুরুঙ্গা, কালাপানিসহ সীমান্তবর্তী এলাকার দুই শতাধিক কৃষক। দুই সপ্তাহ ধরে হাতির দল ঠেকাতে তাঁরা ফসল রক্ষায় নির্ঘুম রাত কাটাচ্ছেন।