Ajker Patrika

কাপ্তাইয়ে আনসার ব্যারাক ও কোয়ার্টারে বন্য হাতির তাণ্ডব

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ২০: ৫৭
কাপ্তাইয়ে আনসার ব্যারাক ও কোয়ার্টারে বন্য হাতির তাণ্ডব

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্য হাতির তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে আনসার ব্যারাক ও অফিসার্স কোয়াটার।

আজ শুক্রবার বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন চৌধুরী।

শাহাদাৎ হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে সাহ্‌রির সময় পাঁচ-ছয়টি বন্য হাতি কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তাবেষ্টনীর ভেতর প্রবেশ করে। এরপর আনসার অফিসার্স কোয়াটারের ওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ব্যারাক, অফিসার্স কোয়াটারের দরজা, জানালা, আসবাব ও গাছপালা ভেঙে লন্ডভন্ড করে ফেলে। পাশে থাকা নিরাপত্তা প্রহরীদের চিৎকারে পার্শ্ববর্তী ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে সাইরেন বাজিয়ে বন্য হাতি তাড়াতে সক্ষম হন।

তিনি আরও বলেন, ‘প্রায় সময় বন্য হাতি এসে তাণ্ডব চালায়। আমরা ভয়ে থাকি। রাতে সাইরেন বাজিয়ে এদেরকে তাড়ানো হয়।’

কর্ণফুলী সদর রেঞ্জ অফিসার মো.মামুনুর রহমান হাতির তাণ্ডবের কথা স্বীকার করে বলেন,  ‘বনের মধ্যে খাদ্যসংকট থাকায় হাতির দল লোকালয়ে এসে তাণ্ডব চালাচ্ছে।’

এদিকে আজ বিকেলে কাপ্তাই উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন ও কাপ্তাই উপজেলার সহকারী বন সংরক্ষক মো. মাসুম আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত