‘মুসলিম বিশ্ব যতই চ্যালেঞ্জের মুখে পড়বে, আল্লামা ইকবালের দর্শন ততই প্রাসঙ্গিক হবে’
ড. আল্লামা ইকবাল ভারতীয় উপমহাদেশের এক ক্ষণজন্মা দার্শনিক। পাশ্চাত্য শিক্ষায় গড়ে উঠলেও মন-মগজে ছিল ইসলামি সভ্যতা। তাঁর চিন্তা ও দর্শন মুসলিম মননে জাগ্রত ছিল, আছে এবং থাকবে চিরকাল। মুসলিম বিশ্ব যতই চ্যালেঞ্জের মুখে পড়বে, ইকবালের দর্শন ততই প্রাসঙ্গিক হবে।