Ajker Patrika

হাটহাজারীতে ২ দিনে কুকুরের কামড়ে জখম ২৭, ৬ জনের অবস্থা গুরুতর

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

চট্টগ্রামের হাটহাজারীতে কুকুরের কামড়ে ২৭ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে শিশুসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ রয়েছেন। এর মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গত বুধ ও বৃহস্পতিবার পৌর এলাকার দেওয়ান নগর, আলীপুর ও উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে এ ঘটনা ঘটে।  

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. রিফায়াত আরা পপি। 

সূত্র জানায়, হাটহাজারী পৌরসভা ও উপজেলার বেশ কয়েকটি স্থানে কুকুরের উপদ্রব বেড়ে গেছে। গত দুই দিনে শিশুসহ বিভিন্ন বয়সের ২৭ জন নারী-পুরুষকে কুকুর কামড়েছে। আহতরা হলেন—কানিশ ফাতেমা (১০), আনোয়ার (৫৮), জুয়েল (২২), রাশেদা (৩০), ফরহাদ (২৫), শরীফ হোসেন (২০), শাহ আলম (৬০), মাহমুদ (৩২), ফায়েজ আহমেদ (৩২), আব্দুর রহমান (২২), রুবেল রানা (৩৮), আবুল বাসার (৩২), মহিউদ্দিন (৪৫), রুবেল (২৪), শাহেদ (২০) এরশাদ (২৫), শাহাআলম (৪৩), আলাউদ্দিন (৪২), সাইফুল (৩২), আবু বক্কর (২৯), লোকমান (৩৭), এমদাদ (৩৫), আবু বকর (২২), জাবেদ (২৯), মোনতাকিম (২৯), তাহিম (১৪) ও আনেশা (২৭)। 

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ জানান, কুকুরের কামড়ে আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা হলেন—কানিশ ফাতেমা (১০), আনোয়ার (৫৮), জুয়েল (২২), রাশেদা (৩০), ফরহাদ (২৫) এবং শরীফ হোসেন (২০)। বাকিদের স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে র‍্যাবিস ভিসি ভ্যাকসিন দেওয়া হয়েছে। 

এদিকে কুকুরের উপদ্রব রোধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম বলেন, ‘দুই দিনে নারী, পুরুষ ও শিশুকে কুকুর কামড়িয়ে আহত করার বিষয়টি আমরা জেনেছি। এসব কুকুর চিহ্নিত করতে পৌরসভা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি টিম কাজ করছে। পাশাপাশি আহতদের চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি র‍্যাবিস ভিসি ভ্যাকসিন পৌরসভা থেকে সরবরাহ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত