Ajker Patrika

চট্টগ্রামে বৃষ্টিতে ডুবে যাওয়া নালায় পড়ে স্নাতকপড়ুয়ার মৃত্যু 

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৮: ০০
চট্টগ্রামে বৃষ্টিতে ডুবে যাওয়া নালায় পড়ে স্নাতকপড়ুয়ার মৃত্যু 

চট্টগ্রামের হাটহাজারীতে পরীক্ষায় অংশ নিতে বের হয়ে পথে বৃষ্টির পানিতে ডুবে থাকা নালায় পড়ে মৃত্যু হয়েছে স্নাতক দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর। পরিবার বলছে, ওই শিক্ষার্থী মৃগী রোগে আক্রান্ত ছিলেন। 

আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের উত্তর ফতেয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। 

ওই শিক্ষার্থীর নাম—নিপা পালিত (২৪)। তিনি ওই এলাকার উত্তম পালিতের মেয়ে। দরিদ্র পরিবারে তিন বোনের মধ্যে সবার বড়। তিনি হাটহাজারী সরকারি কলেজের ডিগ্রি (পাস) বিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহত নিপার বাদল পালিত বলেন, ‘নিপা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল। সোমবার ডিগ্রি দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা চতুর্থ পত্র বিষয়ে পরীক্ষা ছিল। সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় হঠাৎ রাস্তায় মাথা ঘুরে বৃষ্টির পানিতে ডুবে থাকা নালায় পড়ে যায়। সেখান থেকে আর ওপরে উঠতে পারেনি। এরপর স্থানীয়রা তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

নিপা পালিতের ফুপাতো ভাই জয় ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া নিপা বহু কষ্টে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। তাঁর স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে পরিবারের হাল ধরা। কিন্তু তাঁর স্বপ্ন স্বপ্নই থেকে গেল!’ 

এ দিকে, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে হাটহাজারী মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে নিপার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘পরীক্ষা দিতে যাওয়ার সময় বসতঘরের অদূরে বৃষ্টির পানিতে ডুবে তাঁর (নিপা) মৃত্যু হয়। এ ঘটনায় আমরা একটি অপমৃত্যু মামলা নিয়েছি এবং ময়নাতদন্তের মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত