Ajker Patrika

হাটহাজারীতে বাড়ির আঙিনায় মিলল পদ্মগোখরা সাপের ২৭ বাচ্চা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ২২: ১১
হাটহাজারীতে বাড়ির আঙিনায় মিলল পদ্মগোখরা সাপের ২৭ বাচ্চা

চট্টগ্রামের হাটহাজারীতে একটি বাড়ির আঙিনা থেকে বিষধর ২৭টি পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার করেছে স্থানীয় সংগঠন সোসাইটি ফর স্ন্যাক অ্যান্ড স্ন্যাককবাইট অ্যাওয়ারনেস (থ্রিএসএ) গ্রুপ। গতকাল সোমবার সন্ধ্যায় পৌরসভার ১১ মাইল আবদুল মজিদ সড়কের সাইদ ম্যানসনে এই ঘটনা ঘটে।

সাপ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন থ্রিএসএ গ্রুপের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারের সহকারী গবেষক মো. রফিকুল ইসলাম। তিনি জানান, আঙিনায় সাপের উপস্থিতি দেখে বাড়ির বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ওই বাড়ির বাসিন্দা মো. হোসেন ও আকলিমা আক্তার থ্রিএসএ গ্রুপের হেল্পলাইনে যোগাযোগ করেন।

রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের গ্রুপের সদস্য মো. সুমন ও রূপান্তর দেওয়ান ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় একটি জল ঢোঁড়া সাপ ও বাড়ির চারপাশ থেকে ২৭টি বিষধর পদ্মগোখরা সাপের বাচ্চা নিরাপদে উদ্ধার করেন। এ সময় উপস্থিত সবাইকে সাপ ও এর দংশনবিষয়ক সচেতনতামূলক জরুরি বার্তা দেন তাঁরা।’

আজ মঙ্গলবার বিকেলের দিকে উদ্ধার করা সাপ ও সাপের বাচ্চাগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি এলাকায় অবমুক্ত করা হয় বলে জানান রফিকুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত