হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজের তিন দিন পর ওমর ফারুক (৫০) নামের একটি অটোরিকশার চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ছড়ারকুলস্থ বালুরটাল সংলগ্ন ছড়া থেকে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে।
আজ সন্ধ্যা ৭টার দিকে লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক শেখ মো. জাবেদ মিয়া।
অটোরিকশা চালক ওমর ফারুক চিকনদণ্ডী ইউনিয়নের ছড়ারকুল ১ নম্বর ওয়ার্ডের ইকবাল চেয়ারম্যান বাড়ির মৃত জাফর আহমদের বড় ছেলে। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ হন বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আজম খান।
ওমর ফারুকের ছোট ভাই মো. আবদুল খালেক বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে আমার বড় ভাই ওমর ফারুক নিখোঁজ ছিলেন। আজ বিকেলে ছড়ারকুলস্থ বালুরটাল সংলগ্ন একটি ছড়ায় ভাইয়ের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে সেখানে গিয়ে দেখি এটি ভাইয়ের লাশ। ভাইয়ের সঙ্গে কারও শত্রুতা নেই। তবে, তাঁর মাছ ধরার অভ্যাস আছে। ধারণা করছি তিনি মাছ ধরতে গিয়ে ছড়ায় পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়ক সংলগ্ন একটি ছড়া থেকে এক অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজের তিন দিন পর ওমর ফারুক (৫০) নামের একটি অটোরিকশার চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ছড়ারকুলস্থ বালুরটাল সংলগ্ন ছড়া থেকে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে।
আজ সন্ধ্যা ৭টার দিকে লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক শেখ মো. জাবেদ মিয়া।
অটোরিকশা চালক ওমর ফারুক চিকনদণ্ডী ইউনিয়নের ছড়ারকুল ১ নম্বর ওয়ার্ডের ইকবাল চেয়ারম্যান বাড়ির মৃত জাফর আহমদের বড় ছেলে। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ হন বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আজম খান।
ওমর ফারুকের ছোট ভাই মো. আবদুল খালেক বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে আমার বড় ভাই ওমর ফারুক নিখোঁজ ছিলেন। আজ বিকেলে ছড়ারকুলস্থ বালুরটাল সংলগ্ন একটি ছড়ায় ভাইয়ের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে সেখানে গিয়ে দেখি এটি ভাইয়ের লাশ। ভাইয়ের সঙ্গে কারও শত্রুতা নেই। তবে, তাঁর মাছ ধরার অভ্যাস আছে। ধারণা করছি তিনি মাছ ধরতে গিয়ে ছড়ায় পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়ক সংলগ্ন একটি ছড়া থেকে এক অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সিরাজগঞ্জের রায়গঞ্জে কিডনি রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন প্রবীণ পত্রিকা বিক্রেতা শহিদুল ইসলাম। অর্থাভাবে বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। সমাজের সহৃদয় মানুষ ও সরকারের সহযোগিতা চান তিনি। জানা গেছে, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সারুটিয়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম প্রায় ৪০ বছর ধরে পত্রিকা...
১০ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী ৬ জুলাই (বুধবার) থেকে পাঠদান কার্যক্রম শুরু হবে। একইসঙ্গে পরবর্তী তিন মাস শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়নে কাউন্সিলিং কার্যক্রম অব্যাহত থাকবে। আজ রোববার সাংবাদিকদের এ তথ্য জানান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।
১৯ মিনিট আগেআওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও তাঁরা সাংগঠনিক তৎপরতা চালিয়ে আসছিলেন বলে দাবি করেছে ডিবি।
১ ঘণ্টা আগেরাঙামাটির বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়িসহ সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার সকালে সড়কে পাহাড় ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খাগড়াছড়ির দীঘিনালার ২য় শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা বলেন, সকাল ১০টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
১ ঘণ্টা আগে