Ajker Patrika

নিখোঁজের তিন দিন পর ছড়া থেকে অটোচালকের লাশ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
নিখোঁজের তিন দিন পর ছড়া থেকে অটোচালকের লাশ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজের তিন দিন পর ওমর ফারুক (৫০) নামের একটি অটোরিকশার চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ছড়ারকুলস্থ বালুরটাল সংলগ্ন ছড়া থেকে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে। 

আজ সন্ধ্যা ৭টার দিকে লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক শেখ মো. জাবেদ মিয়া। 

অটোরিকশা চালক ওমর ফারুক চিকনদণ্ডী ইউনিয়নের ছড়ারকুল ১ নম্বর ওয়ার্ডের ইকবাল চেয়ারম্যান বাড়ির মৃত জাফর আহমদের বড় ছেলে। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ হন বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আজম খান। 

ওমর ফারুকের ছোট ভাই মো. আবদুল খালেক বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে আমার বড় ভাই ওমর ফারুক নিখোঁজ ছিলেন। আজ বিকেলে ছড়ারকুলস্থ বালুরটাল সংলগ্ন একটি ছড়ায় ভাইয়ের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে সেখানে গিয়ে দেখি এটি ভাইয়ের লাশ। ভাইয়ের সঙ্গে কারও শত্রুতা নেই। তবে, তাঁর মাছ ধরার অভ্যাস আছে। ধারণা করছি তিনি মাছ ধরতে গিয়ে ছড়ায় পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।’ 

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়ক সংলগ্ন একটি ছড়া থেকে এক অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত