‘মনে ভয় পেটে ক্ষিধা, মহাজন জোর না করলে গাড়ি লইয়া বাইর হইতাম না’
মিলন হোসেন অভিযোগ করে বলেন, ‘গাড়ি লইয়া বাইর হমু না, কী করমু কন? আমগো তো কাজ কইরা খাইতে হইব। মহাজন যদি বাইর কইরা দেয়, আমরা বাইর হমু না? মহাজন বলছে গাড়ি লইয়া বাইর হইতে।’ মিলন আরও বলেন, ‘মনে ভয় আছে, কিন্তু পেটে তো ভাই ক্ষিধা। মহাজন জোর না করলে গাড়ি লইয়া বাইর হইতাম না। আজকে কষ্ট কইরা হইলেও বইয়া থাকতাম