সাখাওয়াত ফাহাদ, ঢাকা
সারা দেশে চলছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। এই হরতালকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে জনমনে বিরাজ করছে সংঘাতের আশঙ্কা। এরই মধ্যে রাজধানী গুলিস্তান, তাঁতীবাজার ও মোহাম্মদপুরে তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে রাজধানীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহনের সংখ্যাও বাড়তে দেখা গেছে। এসব গণপরিবহনের চালক-সহযোগীদের অনেকেরই অভিযোগ, মালিকেরা জোর করে বাস চালাতে বাধ্য করছেন।
আজ রোববার দুপুর ১১টার দিকে রাজধানীর গুলিস্তান, পল্টন এলাকায় প্রায় সব ধরনের বাসই চলতে দেখা গেছে। তবে বেশির ভাগ বাসই যাত্রীশূন্য। গণপরিবহনের পাশাপাশি রাস্তায় সিএনজি, মোটরসাইকেল ও রিকশাও দেখা গেছে যথেষ্ট পরিমাণে।
বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক হরতাল ঘোষণার পর গতকাল শনিবার সন্ধ্যায় সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার সারা দেশে বাস চালানোর ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিএনপি ও জামায়াত-শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের মধ্যেও ঢাকা শহর ও শহরতলি এবং আন্তজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। সংগঠনের নেতারা সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতিভুক্ত মালিকদের অনুরোধ জানান।
তবে মালিকপক্ষ বাস চালানোর ঘোষণা দিলেও স্বতঃস্ফূর্তভাবে বিষয়টি নিতে পারছেন না বাসচালকেরা। আজ রোববার দুপুরের দিকে গুলিস্তান মোড়ে ভিক্টর ক্ল্যাসিকের চালক মিলন হোসেন অভিযোগ করে বলেন, ‘গাড়ি লইয়া বাইর হমু না, কী করমু কন? আমগো তো কাজ কইরা খাইতে হইব। মহাজন যদি বাইর কইরা দেয়, আমরা বাইর হমু না? মহাজন বলছে গাড়ি লইয়া বাইর হইতে।’
মিলন আরও বলেন, ‘মনে ভয় আছে, কিন্তু পেটে তো ভাই ক্ষিধা। মহাজন জোর না করলে গাড়ি লইয়া বাইর হইতাম না। আজকে কষ্ট কইরা হইলেও বইয়া থাকতাম। মহাজনের ১০টা গাড়ির সবগুলাই বাইর হইছে।’
তানজিল পরিবহনের চালক আলী আজগর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শিফট বাই শিফট গাড়ি চালাই। আমি গতকাল চালাইতে পারি নাই। কিন্তু আজকে তো আমগো চালাইতেই হইব। না চালাইলে তো আমগোই সমস্যা হইব। আমরা এক দিন বেতন পাই, এক দিন পাই না।’
আলী আজগর আরও বলেন, ‘ঢাকা শহরে থাকা, চলা সব মিলায়া যত কিছুই কন, আমগোও তো জানের মায়া আছে। কোন জাগা দিয়া কখন কী হয়, না হয়, তা তো আমরাও কইতে পারি না। আমগো তো অভাব, এক দিন না চালাইলে তিন দিন বইয়া থাকতে হইব। তাই বাধ্য হইয়া বাইর হইছি।’
গাজীপুর পরিবহনের চালক আবদুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল আমাদের কোম্পানির চার-পাঁচটা গাড়ি ভাঙছে। আজকে ক্লিয়ার পাইলাম তাই বাস নিয়া বাইর হইছি। এখন আগুন দিলে তো আর কিছু করার নাই। খাওয়া, চলার দিক দিয়া সমস্যা, এই কারণেই গাড়ি বাইর করা লাগে।’
সারা দেশে চলছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। এই হরতালকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে জনমনে বিরাজ করছে সংঘাতের আশঙ্কা। এরই মধ্যে রাজধানী গুলিস্তান, তাঁতীবাজার ও মোহাম্মদপুরে তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে রাজধানীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহনের সংখ্যাও বাড়তে দেখা গেছে। এসব গণপরিবহনের চালক-সহযোগীদের অনেকেরই অভিযোগ, মালিকেরা জোর করে বাস চালাতে বাধ্য করছেন।
আজ রোববার দুপুর ১১টার দিকে রাজধানীর গুলিস্তান, পল্টন এলাকায় প্রায় সব ধরনের বাসই চলতে দেখা গেছে। তবে বেশির ভাগ বাসই যাত্রীশূন্য। গণপরিবহনের পাশাপাশি রাস্তায় সিএনজি, মোটরসাইকেল ও রিকশাও দেখা গেছে যথেষ্ট পরিমাণে।
বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক হরতাল ঘোষণার পর গতকাল শনিবার সন্ধ্যায় সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার সারা দেশে বাস চালানোর ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিএনপি ও জামায়াত-শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের মধ্যেও ঢাকা শহর ও শহরতলি এবং আন্তজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। সংগঠনের নেতারা সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতিভুক্ত মালিকদের অনুরোধ জানান।
তবে মালিকপক্ষ বাস চালানোর ঘোষণা দিলেও স্বতঃস্ফূর্তভাবে বিষয়টি নিতে পারছেন না বাসচালকেরা। আজ রোববার দুপুরের দিকে গুলিস্তান মোড়ে ভিক্টর ক্ল্যাসিকের চালক মিলন হোসেন অভিযোগ করে বলেন, ‘গাড়ি লইয়া বাইর হমু না, কী করমু কন? আমগো তো কাজ কইরা খাইতে হইব। মহাজন যদি বাইর কইরা দেয়, আমরা বাইর হমু না? মহাজন বলছে গাড়ি লইয়া বাইর হইতে।’
মিলন আরও বলেন, ‘মনে ভয় আছে, কিন্তু পেটে তো ভাই ক্ষিধা। মহাজন জোর না করলে গাড়ি লইয়া বাইর হইতাম না। আজকে কষ্ট কইরা হইলেও বইয়া থাকতাম। মহাজনের ১০টা গাড়ির সবগুলাই বাইর হইছে।’
তানজিল পরিবহনের চালক আলী আজগর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শিফট বাই শিফট গাড়ি চালাই। আমি গতকাল চালাইতে পারি নাই। কিন্তু আজকে তো আমগো চালাইতেই হইব। না চালাইলে তো আমগোই সমস্যা হইব। আমরা এক দিন বেতন পাই, এক দিন পাই না।’
আলী আজগর আরও বলেন, ‘ঢাকা শহরে থাকা, চলা সব মিলায়া যত কিছুই কন, আমগোও তো জানের মায়া আছে। কোন জাগা দিয়া কখন কী হয়, না হয়, তা তো আমরাও কইতে পারি না। আমগো তো অভাব, এক দিন না চালাইলে তিন দিন বইয়া থাকতে হইব। তাই বাধ্য হইয়া বাইর হইছি।’
গাজীপুর পরিবহনের চালক আবদুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল আমাদের কোম্পানির চার-পাঁচটা গাড়ি ভাঙছে। আজকে ক্লিয়ার পাইলাম তাই বাস নিয়া বাইর হইছি। এখন আগুন দিলে তো আর কিছু করার নাই। খাওয়া, চলার দিক দিয়া সমস্যা, এই কারণেই গাড়ি বাইর করা লাগে।’
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
৩৪ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৩৬ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে