Ajker Patrika

টঙ্গীতে দাঁড়িয়ে থাকা বিআরটিসির বাসে আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৫: ০১
Thumbnail image

গাজীপুরের টঙ্গীতে হরতালের সমর্থনে গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা বলছে, টঙ্গীর চেরাগআলী মার্কেটের সামনে কে বা কারা ঢাকাগামী বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসের কিছু অংশ পুড়ে গেছে। বাসটি ওই স্থানে যাত্রীর জন্য অপেক্ষা করছিল। বাসের ভেতরে থাকা কয়েকজন যাত্রী আগুন লাগানোর বিষয়টি বুঝতে পেরে দ্রুত নেমে পড়েন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাসের দোতলায় তিন-চারজন যাত্রী ছিলেন বলে বাসটি চালক জানিয়েছেন। তাদের মধ্যে থেকে হয়তো কেউ আগুন দিয়েছে। আমরা তদন্ত করে দেখছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

এদিকে ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত