একই জনবলে দ্বিগুণ লক্ষ্যমাত্রা, গণটিকায় গণভোগান্তি
টিকার জন্য মানুষ রোদে দাঁড়িয়ে আছেন ঘণ্টার পর ঘণ্টা। সময় পার হচ্ছে, লাইন আর আগায় না। ভাদ্র মাসের ভ্যাপসা গরমের মধ্যে ঘর্মাক্ত শরীরে চরম ক্ষোভ আর বিরক্তি নিয়ে তবুও মানুষ অপেক্ষা করছেন। এতো কিছুর পরও তথ্য বিভ্রাটের কারণে অনেককে টিকা না পেয়ে ফিরে যেতে হয়েছে।