নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া এলাকার দিনমজুর মোহাম্মদ মাসুদের স্কুলপড়ুয়া ছেলে সিয়াম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি। সে পশ্চিম পীরেরবাগ আলীমুদ্দীন প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। তার বাবা বলছেন, গত রোববার স্কুলে যাওয়ার পর টয়লেটে গিয়ে মশার কামড় খায় সিয়াম। হঠাৎ করে বমি করতে থাকে। প্রচণ্ড জ্বর শুরু হয়। এরপর তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ে।
ডেঙ্গুর প্রকোপ অব্যাহতভাবে কমছে। তবে দীর্ঘ দিন বন্ধ থাকার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে এডিস মশার জন্ম নেওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সেখানে শিক্ষার্থীদের ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে নজর রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার আজকের পত্রিকাকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পর কেউ যাতে ডেঙ্গুতে আক্রান্ত না হয় সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
তবে ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক কিংকর ঘোষ আজকের পত্রিকাকে বলেন, যে কাউকে মশায় কামড়ানোর পর ৫-৭ দিন পর ডেঙ্গুর উপসর্গ জানা যায়। তাৎক্ষণিকভাবে জানা সম্ভব নয়। ওই শিশুটি স্কুলে গিয়ে এডিস মশার কামড় খেয়েছে নাকি বাসায় সেটা বলা মুশকিল।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে, এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩২ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি এবং কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২৩৩ জন। তাঁদের মধ্যে ঢাকা ভর্তি হয়েছেন ১৮৭ জন এবং ঢাকার বাইরে ৪৫ জন। ডেঙ্গু আক্রান্ত দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত রোগী ভর্তি আছে ১ হাজার ১৯৭ জন এবং ঢাকায় ৪১টি সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৯৯০ জন এবং অন্যান্য স্থানে ভর্তি আছে ২০৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট রোগী ভর্তি হয়েছে ১৫ হাজার ৪৬০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ২০৪ জন। মৃত্যু হয়েছে ৫৯ জনের।
চলতি মাসের ১৮ দিনে রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ১০৪ জন। চলতি মাসে মৃত্যু হয়েছে মোট ১৩ জনের।
রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া এলাকার দিনমজুর মোহাম্মদ মাসুদের স্কুলপড়ুয়া ছেলে সিয়াম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি। সে পশ্চিম পীরেরবাগ আলীমুদ্দীন প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। তার বাবা বলছেন, গত রোববার স্কুলে যাওয়ার পর টয়লেটে গিয়ে মশার কামড় খায় সিয়াম। হঠাৎ করে বমি করতে থাকে। প্রচণ্ড জ্বর শুরু হয়। এরপর তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ে।
ডেঙ্গুর প্রকোপ অব্যাহতভাবে কমছে। তবে দীর্ঘ দিন বন্ধ থাকার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে এডিস মশার জন্ম নেওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সেখানে শিক্ষার্থীদের ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে নজর রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার আজকের পত্রিকাকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পর কেউ যাতে ডেঙ্গুতে আক্রান্ত না হয় সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
তবে ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক কিংকর ঘোষ আজকের পত্রিকাকে বলেন, যে কাউকে মশায় কামড়ানোর পর ৫-৭ দিন পর ডেঙ্গুর উপসর্গ জানা যায়। তাৎক্ষণিকভাবে জানা সম্ভব নয়। ওই শিশুটি স্কুলে গিয়ে এডিস মশার কামড় খেয়েছে নাকি বাসায় সেটা বলা মুশকিল।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে, এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩২ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি এবং কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২৩৩ জন। তাঁদের মধ্যে ঢাকা ভর্তি হয়েছেন ১৮৭ জন এবং ঢাকার বাইরে ৪৫ জন। ডেঙ্গু আক্রান্ত দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত রোগী ভর্তি আছে ১ হাজার ১৯৭ জন এবং ঢাকায় ৪১টি সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৯৯০ জন এবং অন্যান্য স্থানে ভর্তি আছে ২০৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট রোগী ভর্তি হয়েছে ১৫ হাজার ৪৬০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ২০৪ জন। মৃত্যু হয়েছে ৫৯ জনের।
চলতি মাসের ১৮ দিনে রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ১০৪ জন। চলতি মাসে মৃত্যু হয়েছে মোট ১৩ জনের।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৩৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ২৫৫ জন।
১০ ঘণ্টা আগেসিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট ১৪ মে থেকে শুরু হচ্ছে। এদিন ৪১৯ যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে উড়াল দেবে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।
১১ ঘণ্টা আগেভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য বা সেভেন সিস্টার্স প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, সরকার তা সমর্থন করে না। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
১৪ ঘণ্টা আগে‘ভাবি’ শব্দটা পুরুষতান্ত্রিক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘আপনারা একে অপরকে ভাবি ভাবি করছেন। ভাবি শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক। মানে আমি একটা পুরুষের মাধ্যমে ভাবি হচ্ছি। আপনারা ভাবি শব্দটাকে পরে ইতিবাচক কিছু করতে পারলে খুব ভালো হয়।’
১৫ ঘণ্টা আগে