Ajker Patrika

হাসপাতালে ভর্তি আরও তিন শতাধিক ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাসপাতালে ভর্তি আরও তিন শতাধিক ডেঙ্গু রোগী

দেশে ধীরে ধীরে কমে আসছে করোনার প্রকোপ। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করলেও ডেঙ্গু নিয়ে দেখা দিয়েছে ভীতি। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৩০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদন বিশ্লেষণে এই তথ্য জানা গেছে। 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩০৭ জন রোগীর মধ্যে ঢাকার ২৪৪ জন এবং ঢাকার বাইরের ৬৩ জন রয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে ঢাকার ছিলেন ২৩৩ জন এবং ঢাকার বাইরের ছিলেন ৫৬ জন। 

উল্লেখ্য, ডেঙ্গুতে আক্রান্ত বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি আছেন ১ হাজার ২৯১ জন এবং ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ভর্তি আছেন ১ হাজার ৯২ জন। ঢাকার বাইরে ভর্তি আছে ১৯৯ জন। 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৪৬ জন, ঢাকা শিশু হাসপাতালের ৫ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, মুগদা জেনারেল হাসপাতালে ৯ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৭ জন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫ জনসহ মোট ৮৮ সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি আছেন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ১৪ হাজার ৮৩১ জন। এ সময় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৮৩ জন। শুধু চলতি মাসের প্রথম ১৫ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৪৭৫ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৭ জনের। 
 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার আজকের পত্রিকাকে বলেন, 'চলতি মাসের শুরুতে চারটি প্যারামিটার অনুযায়ী ডেঙ্গুর প্রকোপ সম্পর্কে মন্তব্য কথা হয়েছিল। কিন্তু ১৫ তারিখের পরও প্যারামিটারগুলো একই অবস্থানে রয়েছে। বিশেষ করে বৃষ্টিপাত এখনো হচ্ছে। আর্দ্রতা ও এডিস মশার ঘনত্ব সবই আগের মতো রয়েছে। কাজেই ডেঙ্গুর প্রকোপ এই মুহূর্তে কমার সম্ভাবনা নেই।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...