নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কমে আসছে ডেঙ্গুর প্রকোপ। গত দুদিন ধরেই শনাক্তের সংখ্যা কমে আসছে। এ ছাড়া এই দুই দিনের কোনো মৃত্যুর ঘটনাও নেই। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ১৬৩ জন। তাঁদের মধ্যে ঢাকায় ১৪০ জন এবং ঢাকার বাইরে ২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত সর্বমোট রোগী ভর্তি আছেন ১ হাজার ১৯১ জন। তাঁদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯৮৮ জন এবং ঢাকার বাইরে ২০৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে চলতি মাসের চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ২৫ হাজার ২২৮ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯৮০ জন। এ সময় মারা গেছেন ৫৭ জন। চলতি মাসের ১৭ দিনে রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৭২ জন।
কীটতত্ত্ববিদেরা সতর্ক করে আসছিলেন, চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকবে। পরে আস্তে আস্তে কমবে। ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করা হয়েছিল। তবে এর মধ্যে চারটিতেই কোনো চিকিৎসা ব্যবস্থা নেই।
এডিস মশা নিধনে ঢাকার দুই সিটি করপোরেশন বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান চালালেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ নগরবাসীর।
কমে আসছে ডেঙ্গুর প্রকোপ। গত দুদিন ধরেই শনাক্তের সংখ্যা কমে আসছে। এ ছাড়া এই দুই দিনের কোনো মৃত্যুর ঘটনাও নেই। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ১৬৩ জন। তাঁদের মধ্যে ঢাকায় ১৪০ জন এবং ঢাকার বাইরে ২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত সর্বমোট রোগী ভর্তি আছেন ১ হাজার ১৯১ জন। তাঁদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯৮৮ জন এবং ঢাকার বাইরে ২০৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে চলতি মাসের চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ২৫ হাজার ২২৮ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯৮০ জন। এ সময় মারা গেছেন ৫৭ জন। চলতি মাসের ১৭ দিনে রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৭২ জন।
কীটতত্ত্ববিদেরা সতর্ক করে আসছিলেন, চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকবে। পরে আস্তে আস্তে কমবে। ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করা হয়েছিল। তবে এর মধ্যে চারটিতেই কোনো চিকিৎসা ব্যবস্থা নেই।
এডিস মশা নিধনে ঢাকার দুই সিটি করপোরেশন বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান চালালেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ নগরবাসীর।
জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত ১১৪ জনের মরদেহ মোহাম্মদপুর রায়েরবাজার কবরস্থান থেকে তোলা হবে। তাদের ডিএনএ পরীক্ষা করে পরিচয় শনাক্ত করা হবে। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী...
১ মিনিট আগেঅন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার বিকেলে এই খসড়া ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে...
২৬ মিনিট আগেযুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত এসেছেন আরও ৩৯ বাংলাদেশি। একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরত আসেন তাঁরা। আজ শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগেজুলাই ঘোষণাপত্রকে ‘বাস্তবতা’ বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানিয়েছেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টায় ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা জানান মাহফুজ আলম।
৪ ঘণ্টা আগে