ফিরে দেখা ২০২৪ /অলিম্পিকের বছরে নাদালের বিদায়
বেশ কয়েক বছর ধরে ডমিনিক থিম, ক্যাসপার রুড, দানিল মেদভেদেভরা উঠে আসার চেষ্টা করলেও ‘বড় তিন’ তথা ফেদেরার-নাদাল-জোকোভিচের কারণে সেভাবে ডানা মেলতে পারেননি। তবে দুই তরুণ স্পেনের কার্লোস আলকারাস ও ইতালির ইয়ানিক সিনার বিদায়ী এই বছরে বিশ্ব টেনিসে পালাবদলের গানই শুনিয়েছেন। বছরের চারটি গ্র্যান্ড স্লা