Ajker Patrika

হানিমুনে গিয়ে সিঙ্গাপুরে স্প্যানিশ দম্পতি আটক

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৮: ৩৯
হানিমুনে গিয়ে সিঙ্গাপুরে স্প্যানিশ দম্পতি আটক

হানিমুন করার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন স্প্যানিশ দম্পতি দানি কুয়েস্তা ও মিরেইরা সায়েজ। বুধবার বিবিসি জানিয়েছে, স্প্যানিশ ফুটবল ক্লাব ভ্যালেন্সিয়ার মালিক পিটার লিমের বাড়ির সামনে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করার জেরে দানি ও মিরেইরাকে আটক করা হয়েছে। 

একটি ছবিতে দেখা যায়, পিটার লিমের বাড়ির সামনে ‘বাড়ি ফিরে যাও লিম’ লেখা একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন দানি কুয়েস্তা। পরে নববধূসহ তাঁকে সিঙ্গাপুরের বিমানবন্দরে আটক করা হয়। জব্দ করা হয়, তাঁদের পাসপোর্টও। এখন পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়েছে কি না জানা সম্ভব হয়নি। 

সিঙ্গাপুরে জনসমাবেশ এবং ভাঙচুরের বিষয়ে কঠোর আইন রয়েছে। সরকার শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার জন্য এই নিয়মগুলো প্রয়োগ করে।

বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী, কুয়েস্তা একজন ভ্যালেন্সিয়া সমর্থক। তাই সিঙ্গাপুরে পৌঁছে তিনি ক্লাবের দুর্বল পারফরম্যান্স এবং আর্থিক সমস্যাগুলোর কারণে অসন্তোষ প্রকাশ করে ব্যানার হাতে একটি ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। শুধু তা–ই নয়, বিলিয়নিয়ার পিটার লিমের বাড়ির গেটে ‘লিম আউট’ লেখা একটি স্টিকারও ঝুলিয়ে দিয়েছিলেন। কুয়েস্তার এসব কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যালেন্সিয়ার কর্মী ও সমর্থকদের মধ্যে দারুণভাবে সাড়া ফেলেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়ার বালির উদ্দেশে রওনা হয়েছিলেন কুয়েস্তা ও মিরেইরা দম্পতি। কিন্তু সিঙ্গাপুরের বিমানবন্দরেই তাঁদের থেমে যেতে হয়। বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে স্প্যানিশ দূতাবাস বলেছে—ওই দম্পতি তদন্তের মুখে রয়েছেন, যদিও তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ সম্পর্কে জানা যায়নি। 

ভ্যালেন্সিয়া ফুটবল ক্লাবও ঘটনাটি স্বীকার করেছে এবং স্প্যানিশ দূতাবাসের মাধ্যমে ওই দম্পতিকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে। 

পিটার লিম ২০১৪ সালে ভ্যালেন্সিয়া ফুটবল ক্লাব কিনে নিয়েছিলেন। পরবর্তীকালে ক্লাবের অধঃপতন এবং ঋণের সমস্যাগুলোর পাশাপাশি ফুটবল বিশ্বে তাঁর বিতর্কিত অবস্থানের জন্য ভক্তদের প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত