নারী ফুটবলারকে চুমু দিয়ে স্পেনের জাতীয় শত্রু তিনি
একটি চুমু যে এমন বিপদ ডেকে আনবে, সেটি হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি লুইস রুবিয়ালেস। তাঁর স্পেন ফুটবলের রাজকীয় সিংহাসনটা যে এখন নড়বড়ে হয়ে গেছে! রাতারাতি হয়ে উঠেছেন ‘জাতির শত্রু’ও। বিশ্বকাপ জেতায় আনন্দের আতিশয্যে না হয় চুমু দিয়ে ফেলেছিলেন, তাই বলে এত কিছু ঘটে যাবে!