Ajker Patrika

স্পেনের নারী ফুটবলারকে চুমুর ঘটনায় পদত্যাগ করছেন রুবিয়ালেস  

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

নারী ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে আলোচনা যেন থামছেই না। স্প্যানিশ ফুটবল ফেডারেশন প্রধান লুইস রুবিয়ালসের চুমুর ঘটনায় প্রতিনিয়ত চলছে সমালোচনা। তাতে পদত্যাগও করতে পারেন রুবিয়ালেস।

সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন-ইংল্যান্ড। ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় স্পেন নারী ফুটবল দল। স্প্যানিশ নারী দলের মিডফিল্ডার জেনিফার হারমোসোর ঠোঁটে আনন্দের আতিশয্যে চুমু দিয়ে বসেন রুবিয়ালেস। মুহূর্তে এই দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ঘটনার পরই যেন স্পেনের ‘জাতীয় শত্রুতে’ পরিণত হয়েছেন রুবিয়ালেস। ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না তিনি। তাঁর বিরুদ্ধে ফিফা গতকাল শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। ডিসিপ্লিনারি কোডের ১৩ ধারার দুটি অনুচ্ছেদও ভাঙতে পারে বলে জানিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থা। এরপর স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে, ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করবেন রুবিয়ালেস। যে পরিমাণ সমালোচনা হচ্ছে, তা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের জন্য কঠিন হয়ে যাচ্ছে।

রুবিয়ালেস যাঁকে চুমু দিয়েছেন, সেই হারমোসো একেকবার একেক রকম কথা বলেছেন। ম্যাচ শেষে বিরক্তি প্রকাশ করে নারী দলের মিডফিল্ডার বলেছিলেন, ‘আমি উপভোগ করিনি।’ এরপর আবার রুবিয়ালসের পক্ষে কথা বলেছেন। গতকাল হারমোসো কথা বলেছেন রুবিয়ালসের বিপক্ষে। স্পেনের নারী ফুটবলারদের ইউনিয়ন ‘ফুটপ্রোকে’ নিয়ে যৌথ বিবৃতিতে দলটির মিডফিল্ডার হারমোসো বলেছেন, ‘আমার স্বার্থ রক্ষায় এজেন্সি টিএমজের সঙ্গে কাজ করছে ইউনিয়ন ফুটপ্রো এবং তারাই এ বিষয়ে কাজ করছে। এমন আচরণ করে যেন কেউ পার না পায়, সেটি সুনিশ্চিত করতেই আমরা কাজ করছি। নারী ফুটবলারদের অগ্রহণযোগ্য আচরণ থেকে রক্ষা করতে যেন দৃষ্টান্তমূলক ব্যবস্থা হয়, এটিই আমাদের লক্ষ্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত