২০২০ থেকে ২০২৩—তিন বছরে স্পেনের হয়ে কম বয়সে গোলের রেকর্ড ভেঙেছে তিনবার। তিনবারই রেকর্ড ভেঙেছে বার্সেলোনার ‘ফুটবল খামার’ খ্যাত লা মাসিয়া থেকে উঠে আসা ফুটবলাররা। গতকাল এই রেকর্ড নিজের করে নিয়েছে ল্যামিন ইয়ামাল। ইয়ামালের রেকর্ড গড়ার দিনে বিশাল জয় পেয়েছে স্পেন।
বোরিস পাইচেজ ডায়মানো এরিনায় ইউরো বাছাইয়ের ম্যাচে গত রাতে জর্জিয়ার বিপক্ষে খেলেছে স্পেন। ম্যাচে খেলতে নেমেই রেকর্ড গড়ে ইয়ামাল। ১৬ বছর ৫৭ দিন বয়সে খেলতে নেমে স্পেনের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে অভিষেক হয় ইয়ামালের। এই রেকর্ডটা সে পরে আরও সমৃদ্ধ করেছে। ৭৪ মিনিটে নিকো উইলিয়ামসের পাস থেকে গোল করে ইয়ামাল। স্পেনের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোলের রেকর্ড নিজের করে নেয় সে।
ইয়ামালের রেকর্ড গড়ার দিনে জর্জিয়াকে ৭-১ গোলে হারিয়েছে স্পেন। রেকর্ড গড়ার সুযোগ করে দেওয়ায় স্পেন দলের কোচ লুইস দে লা ফুয়েন্তেকে ধন্যবাদ জানিয়েছে সে। স্পেনের টেলিভিশন চ্যানেল টেলিডিপোর্টিকে ইয়ামাল বলে, ‘মনে হচ্ছে এখন স্বপ্ন দেখছি। আমি বেশ খুশি এবং সতীর্থদের ও কোচকে ধন্যবাদ জানাতে চাই যে তাঁরা আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছেন। আমার পথচলায় তাঁরা অনেক সাহায্য করেছেন।’
২০২০ সালে রেকর্ডটি গড়েন আনসু ফাতি। ১৭ বছর ৩১১ দিন বয়সে উয়েফা নেশনস লিগ ‘এ’র ম্যাচে ইউক্রেনের বিপক্ষে গোল করেন ফাতি। দুই বছর পর এই রেকর্ড ভেঙে দেন গাভি। ২০২২ সালে উয়েফা নেশনস লিগ ‘এ’র ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গোল করেন তিনি। স্প্যানিশ মিডফিল্ডারের তখন বয়স ছিল ১৭ বছর ৩০৪ দিন। আর ফাতি, গাভিকে ছাড়িয়ে গতকাল রেকর্ডটি নিজের করে নিয়েছে ইয়ামাল।
স্পেনের জার্সিতে কম বয়সে গোলের রেকর্ড:
খেলোয়াড় বয়স প্রতিপক্ষ সাল
ল্যামিন ইয়ামাল ১৬ বছর ৫৭ দিন জর্জিয়া ২০২৩
গাভি ১৭ বছর ৩০৪ দিন চেক প্রজাতন্ত্র ২০২২
আনসু ফাতি ১৭ বছর ৩১১ দিন ইউক্রেন ২০২০
২০২০ থেকে ২০২৩—তিন বছরে স্পেনের হয়ে কম বয়সে গোলের রেকর্ড ভেঙেছে তিনবার। তিনবারই রেকর্ড ভেঙেছে বার্সেলোনার ‘ফুটবল খামার’ খ্যাত লা মাসিয়া থেকে উঠে আসা ফুটবলাররা। গতকাল এই রেকর্ড নিজের করে নিয়েছে ল্যামিন ইয়ামাল। ইয়ামালের রেকর্ড গড়ার দিনে বিশাল জয় পেয়েছে স্পেন।
বোরিস পাইচেজ ডায়মানো এরিনায় ইউরো বাছাইয়ের ম্যাচে গত রাতে জর্জিয়ার বিপক্ষে খেলেছে স্পেন। ম্যাচে খেলতে নেমেই রেকর্ড গড়ে ইয়ামাল। ১৬ বছর ৫৭ দিন বয়সে খেলতে নেমে স্পেনের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে অভিষেক হয় ইয়ামালের। এই রেকর্ডটা সে পরে আরও সমৃদ্ধ করেছে। ৭৪ মিনিটে নিকো উইলিয়ামসের পাস থেকে গোল করে ইয়ামাল। স্পেনের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোলের রেকর্ড নিজের করে নেয় সে।
ইয়ামালের রেকর্ড গড়ার দিনে জর্জিয়াকে ৭-১ গোলে হারিয়েছে স্পেন। রেকর্ড গড়ার সুযোগ করে দেওয়ায় স্পেন দলের কোচ লুইস দে লা ফুয়েন্তেকে ধন্যবাদ জানিয়েছে সে। স্পেনের টেলিভিশন চ্যানেল টেলিডিপোর্টিকে ইয়ামাল বলে, ‘মনে হচ্ছে এখন স্বপ্ন দেখছি। আমি বেশ খুশি এবং সতীর্থদের ও কোচকে ধন্যবাদ জানাতে চাই যে তাঁরা আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছেন। আমার পথচলায় তাঁরা অনেক সাহায্য করেছেন।’
২০২০ সালে রেকর্ডটি গড়েন আনসু ফাতি। ১৭ বছর ৩১১ দিন বয়সে উয়েফা নেশনস লিগ ‘এ’র ম্যাচে ইউক্রেনের বিপক্ষে গোল করেন ফাতি। দুই বছর পর এই রেকর্ড ভেঙে দেন গাভি। ২০২২ সালে উয়েফা নেশনস লিগ ‘এ’র ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গোল করেন তিনি। স্প্যানিশ মিডফিল্ডারের তখন বয়স ছিল ১৭ বছর ৩০৪ দিন। আর ফাতি, গাভিকে ছাড়িয়ে গতকাল রেকর্ডটি নিজের করে নিয়েছে ইয়ামাল।
স্পেনের জার্সিতে কম বয়সে গোলের রেকর্ড:
খেলোয়াড় বয়স প্রতিপক্ষ সাল
ল্যামিন ইয়ামাল ১৬ বছর ৫৭ দিন জর্জিয়া ২০২৩
গাভি ১৭ বছর ৩০৪ দিন চেক প্রজাতন্ত্র ২০২২
আনসু ফাতি ১৭ বছর ৩১১ দিন ইউক্রেন ২০২০
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৪৪ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৯ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৪ ঘণ্টা আগে