চুমু-কাণ্ডে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসকে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের গভর্নিং বডি ফিফা। তবে ছেলের ওপর এমন শাস্তি পছন্দ হয়নি তাঁর মায়ের। রুবিয়ালেস ‘অমানবিকতার শিকার’ হয়েছেন মনে করছেন তিনি। এ কারণে ‘অনশন ধর্মঘট’ শুরু করেছেন রুবিয়ালেসের মা। আজ খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
গত ২০ আগস্ট সিডনিতে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার মেয়েদের বিশ্বকাপ জেতে ফ্রান্স। এমন ঐতিহাসিক মুহূর্তে এক ‘অন্যায়’ করে বসেন রুবিয়ালেস। পুরস্কার বিতরণী মঞ্চে সম্মতি ছাড়াই ৩৩ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড জেনি হারমোসোকে জড়িয়ে ওষ্ঠে চুম্বন করেন রুবিয়ালেস। মুহূর্তে এই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুরু হয় সমালোচনা।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে তাঁকে সরে দাঁড়াতেও বলেন অনেকে। তোপের মুখে ক্ষমা চান ৪৬ বছর বয়সী রুবিয়ালেস। তবে তাতেও পার পাননি। ফিফা গতকাল স্থগিত নিষেধাজ্ঞা আরোপ করে তাঁর ওপর। একদিন পর ছেলের ওপর অন্যায় হয়েছে জানিয়ে অনশন শুরু করেছেন রুবিয়ালেসের মা অ্যাঙ্গেলেস বেহার। এখন তিনি মট্রিলের একটি চার্চে নিজেকে বন্দী করে রেখেছেন তিনি।
স্প্যানিশ নিউজ এজেন্সি ইএফই’কে বেহার জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য দিনরাত এই অনশন চলবে। এই ঘটনায় স্প্যানিশ গণমাধ্যম ভিড় করেছে দক্ষিণ স্পেনের ডিভিনা পাস্তোরার মট্রিলের চার্চে ভিড় করেছে। এখানেই বেড়ে উঠেছেন রুবিয়ালেস।
ছেলের প্রতি অন্যায় হয়েছে জানিয়ে বেহার ইএফইকে বলেছেন, ‘তারা আমার ছেলের ওপর যে অমানবিক ও নিষ্ঠুর আচরণ করেছে সেটি তার প্রাপ্য নয়।’
চুমু-কাণ্ডে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসকে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের গভর্নিং বডি ফিফা। তবে ছেলের ওপর এমন শাস্তি পছন্দ হয়নি তাঁর মায়ের। রুবিয়ালেস ‘অমানবিকতার শিকার’ হয়েছেন মনে করছেন তিনি। এ কারণে ‘অনশন ধর্মঘট’ শুরু করেছেন রুবিয়ালেসের মা। আজ খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
গত ২০ আগস্ট সিডনিতে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার মেয়েদের বিশ্বকাপ জেতে ফ্রান্স। এমন ঐতিহাসিক মুহূর্তে এক ‘অন্যায়’ করে বসেন রুবিয়ালেস। পুরস্কার বিতরণী মঞ্চে সম্মতি ছাড়াই ৩৩ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড জেনি হারমোসোকে জড়িয়ে ওষ্ঠে চুম্বন করেন রুবিয়ালেস। মুহূর্তে এই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুরু হয় সমালোচনা।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে তাঁকে সরে দাঁড়াতেও বলেন অনেকে। তোপের মুখে ক্ষমা চান ৪৬ বছর বয়সী রুবিয়ালেস। তবে তাতেও পার পাননি। ফিফা গতকাল স্থগিত নিষেধাজ্ঞা আরোপ করে তাঁর ওপর। একদিন পর ছেলের ওপর অন্যায় হয়েছে জানিয়ে অনশন শুরু করেছেন রুবিয়ালেসের মা অ্যাঙ্গেলেস বেহার। এখন তিনি মট্রিলের একটি চার্চে নিজেকে বন্দী করে রেখেছেন তিনি।
স্প্যানিশ নিউজ এজেন্সি ইএফই’কে বেহার জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য দিনরাত এই অনশন চলবে। এই ঘটনায় স্প্যানিশ গণমাধ্যম ভিড় করেছে দক্ষিণ স্পেনের ডিভিনা পাস্তোরার মট্রিলের চার্চে ভিড় করেছে। এখানেই বেড়ে উঠেছেন রুবিয়ালেস।
ছেলের প্রতি অন্যায় হয়েছে জানিয়ে বেহার ইএফইকে বলেছেন, ‘তারা আমার ছেলের ওপর যে অমানবিক ও নিষ্ঠুর আচরণ করেছে সেটি তার প্রাপ্য নয়।’
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ড্রয়ের পরও রেশটা থেকে গেছে। ম্যাচের শেষভাগে এসে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস যে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করতে চেয়েছিলেন, সেটা নিয়ে চলছে নানা কথাবার্তা। ইংল্যান্ডের কিংবদন্তি জিওফ্রে বয়কট এ ঘটনায় অভিযোগের আঙুল তুললেন স্টোকসদের দিকে।
২৪ মিনিট আগেবিশ্বকাপ, কোপা আমেরিকা, প্রীতি ম্যাচ—যে কোনো ম্যাচেই ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হলে সেটা ভিন্ন একটা মাত্রা পায়। ভক্ত-সমর্থকেরাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই দুই দলের ম্যাচ দেখতে। কিন্তু এবার সব কিছুতে পানি ঢেলে দিল কলম্বিয়া।
১ ঘণ্টা আগেখেলাধুলা তাঁর অস্থিমজ্জায়। বাবা একসময় ফুটবলার ছিলেন, এখন ফুটবল সংগঠক। ছোট বোন আফঈদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। বাবা ও ছোট বোনকে দেখে ফুটবলার হওয়ার স্বপ্নই দেখেছিলেন আফরা খন্দকার। স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায় দ্রুতই। তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আফরা এখন আলো ছড়াচ্ছেন বক্সিংয়ের রিং।
২ ঘণ্টা আগেটেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
২ ঘণ্টা আগে