‘সন্ত্রাস, মাদক—এগুলো নিম্নশ্রেণির ছেলেমেয়েগুলোর জন্যই হয়’
এখানে বস্তি ও নিম্নশ্রেণির মানুষের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। আর উচ্চপর্যায়ের লোক, মধ্যবিত্ত, যাদের সন্তান দেশে ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, বৈজ্ঞানিক হতে পারবে, দেশকে কিছু দিতে পারবে, এদের সংখ্যা বাড়ছে না।