স্কুল খোলায় তাদের পৌষ মাস
শিক্ষাপ্রতিষ্ঠানে কখনো তাপমাত্রা মাপার যন্ত্র, কিংবা হ্যান্ড স্যানিটাইজার কিনতে হবে তা ভাবেননি শিক্ষকেরা। কিন্তু করোনা সতর্কতায় এবার শিক্ষা সামগ্রীর পাশাপাশি স্কুল, কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য কিনতে হচ্ছে ইনফ্রা রেড থার্মাোমিটার, মাস্ক, স্যানিটাইজার, বেসিনসহ নানা রাসায়নিক সামগ্রী।