Ajker Patrika

বেড়াহীন ঘরে ভিজে, ঘেমে পাঠ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৭: ২০
বেড়াহীন ঘরে ভিজে, ঘেমে পাঠ

বগুড়ার সারিয়াকান্দিতে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে একচালা টিনের ঘরে পাঠদান। ঘরগুলোর চারদিকে নেই কোনো বেড়া। সামান্য বৃষ্টি-ঝড়ে ভিজে যাচ্ছে শিক্ষার্থীরা। সেই সঙ্গে ভিজে যায় বইখাতা। প্রখর সূর্যের তাপে ঘেমেই ক্লাস করছে তারা। সেখানে নেই কোনো ব্ল্যাকবোর্ড। শিক্ষকদের জন্য নেই কোনো আলাদা বসার স্থান।

বলা হচ্ছে নদীভাঙনে যমুনায় বিলীন ভাঙ্গরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মানিকদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা। বিদ্যালয় দুটি এ বছর বন্যায় সম্পূর্ণরূপে যমুনা নদীতে বিলীন হয়েছে। তাই একচালা টিনের অস্থায়ী ঘরে চলছে শিক্ষার্থীদের পাঠদান।

যমুনায় বারবার বিলীন হয়ে যাওয়া ভাঙ্গরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৩০ সালে। স্থাপনের ৩০ বছর পর প্রথম ভাঙনের কবলে পড়েছিল ১৯৬০ সালে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত আলী আজকের পত্রিকাকে বলেন, এরপর বিদ্যালয়টি ছয়বার ভাঙনের কবলে পড়ে। ছয়বারই করা হয়েছে ভাঙা-গড়ার খেলা। প্রথমে এটা ছিল চালুয়াবাড়ী ইউনিয়নের ভাঙ্গরগাছা চরে, নদীভাঙনের পর নেওয়া হয় হাটবাড়ী চরে, হাটবাড়ী চর থেকে শিমুলতাইড় চরে, সেখান থেকে ২০১৬ সালে নেওয়া হয় আবার ভাঙ্গরগাছা চরে, সেখান থেকে ২০১৯ সালে নেওয়া হয়েছিল চরনোয়ারপাড়া চরে।

চরনোয়ারপাড়া এ বছর ভাঙলে কোনোমতে শিমুলতাইড় গুচ্ছগ্রামের ধারে একচালা ছাপরা করে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যালয়টিতে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৯৪। শিক্ষক আছেন দুজন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মাসুদ রানা বলেন, ‘আমি ভাঙ্গরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন বছর আগে যোগদান করেছি। এই তিন বছরে এটি দুবার নদীভাঙনের শিকার হলো। গত বছরই ৩ লাখ টাকা ব্যয়ে এটি নতুনভাবে নির্মাণ করা হয়েছিল।’

অন্যদিকে কাজলা ইউনিয়নের মানিকদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও এ বছর বিলীন হয় যমুনার নদীগর্ভে। ফলে একটি টিনের চালা নির্মাণ করে চলছে পাঠদান। এখানেও কোনো দরজা-জানালা বা বেড়া না থাকায় ছাত্রছাত্রী ও শিক্ষকেরা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। স্কুলের আসবাবপত্র আছে অরক্ষিত।’

মানিকদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮০ সালে স্থাপন করা হয় মানিকদাইড় চরে। ২০১৫ সালের ১৭ আগস্ট নদীভাঙনের শিকার হলে বিদ্যালয়টিকে নেওয়া হয় দক্ষিণ মানিকদাইড় চরে। তারপর এ বছরের ৩০ আগস্ট আবার ভাঙনের শিকার হলে কোনোমতে টেংরাকুড়া চরে অস্থায়ী ভিত্তিতে পাঠদান শুরু করা হয়েছে।

মানিকদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিন্নাত আলী শেখ বলেন, ‘আমাদের নিজেদের উদ্যোগে অস্থায়ী টিনের চালা নির্মাণ করে পাঠদান করছি। বিদ্যালয়টি পুনর্নির্মাণের জন্য এ পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা পাওয়া যায়নি।’

এ বিষয়ে কথা হলে সারিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম কবির বলেন, স্কুল দুটি সরেজমিন পরিদর্শন করে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কোমলমতি শিক্ষার্থীদের অস্থায়ী ভিত্তিতে পাঠদান শুরু করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সরকারি কোনো সহযোগিতা পেলে স্কুল দুটি পুনর্নির্মাণের কাজ শুরু করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত