হজের নিয়ম ভাঙলে ১৫ লাখ টাকা জরিমানাসহ কঠোর শাস্তি, জানাল সৌদি আরব
সৌদি আরবে হজের নিয়ম ভাঙলে গুনতে প্রায় ১৫ লাখ টাকা সমপরিমাণ জরিমানা। এমনটাই জানিয়েছে, সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছে, সৌদি আরবের বাসিন্দা এবং পর্যটকেরা যদি প্রয়োজনীয় অনুমতি ছাড়া হজের কার্যক্রম পালন করেন তবে তাদের বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ জরিমানা গুনতে হবে