হাজিরা মিনায়, আজ পবিত্র হজ
খালি মাথায় ইহরাম পরা লাখো হজযাত্রীর পদচারণে মুখর তাঁবুর শহর মিনা। যত দূর চোখ যায়, তাঁবু আর তাঁবু। এর মধ্য দিয়েই হাঁটছেন সাদা কাপড়ে ইহরাম বাঁধা হজযাত্রীরা। তাঁদের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল, ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাকা’