Ajker Patrika

গাইবান্ধার ২ উপজেলায় ঈদুল আজহা উদ্‌যাপন

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ১৬ জুন ২০২৪, ১৩: ৫৭
Thumbnail image

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গাইবান্ধার সাদুলল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার দুটি গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। 

নামাজে ইমামতি করেন মাওলানা মো. সাইফুল ইসলাম। এতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা শতাধিক মুসল্লি অংশ নেন। 

এদিকে সকাল ৯টার দিকে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্দা মধ্যপাড়া আহলে হাদিস জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এই নামাজে কয়েকটি পরিবারের ৩০-৩৫ জন মুসল্লি অংশ নেন। নামাজে ইমামতি করেন হাফেজ মো. মশিউর রহমান।

নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জানান, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন করছেন। নামাজ শেষে বিশেষ মোনাজাত এবং একে অপরের সঙ্গে কোলাকুলি করেন মুসল্লিরা। এরপর পশু কোরবানি করবেন। 

ইমাম মাওলানা মো. সাইফুল ইসলাম বলেন, ‘চাঁদ দেখার ভিত্তিতে মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন করি, যা কোরআন ও হাদিসসম্মত।’ 

ভবিষ্যতে বিশ্বের সব মুসলিম ঐক্য হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখেই সব মুসলিম একই দিনে একসঙ্গে ঈদ উদ্‌যাপন করবে। 

এ দুই গ্রামে গত ১৫-১৬ বছর ধরে এক দান আগে ঈদুল-উল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন মুসল্লিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত