উবায়দুল্লাহ বাদল, সৌদি আরব থেকে
খালি মাথায় ইহরাম পরা লাখো হজযাত্রীর পদচারণে মুখর তাঁবুর শহর মিনা। যত দূর চোখ যায়, তাঁবু আর তাঁবু। এর মধ্য দিয়েই হাঁটছেন সাদা কাপড়ে ইহরাম বাঁধা হজযাত্রীরা। তাঁদের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল, ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাকা’। এর অর্থ, ‘হে আল্লাহ, আমি হাজির আছি, আমি হাজির আছি। আপনার কোনো শরিক নেই, আমি হাজির আছি। নিশ্চয় সমস্ত প্রশংসা ও নেয়ামত আপনারই এবং সমগ্র বিশ্বজাহান আপনার। আপনার কোনো শরিক নেই।’
হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল শুক্রবার। সৌদি কর্তৃপক্ষ আশা করেছিল, এবার হজযাত্রীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যাবে। তবে আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছর হজের উদ্দেশ্যে অন্তত ১৬ লাখ মুসল্লি মক্কা থেকে মিনায় এসেছেন।
আগের রাত থেকে গতকাল দুপুরের মধ্যে হজযাত্রীরা মিনায় প্রবেশ করেছেন। সারা দিন মিনায় নামাজ আদায় করার পাশাপাশি হজের তালবিয়া, জিকির-আজকার করে আজ শনিবার ফজরের নামাজ শেষে আরাফার ময়দানের উদ্দেশে মিনা ত্যাগ করবেন।
বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় গত বুধবার রাতে সবশেষ বুলেটিনে জানায়, হজযাত্রার পূর্বনির্ধারিত সব ফ্লাইট সৌদি আরবে গেছে। সেগুলোতে বাংলাদেশ থেকে হজে গেছেন ৮৫ হাজার ১২৯ জন। হজযাত্রীদের নিয়ে যেতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০৬টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস ৭৫টি এবং ফ্লাইনাস ৩৭টি ফ্লাইট পরিচালনা করে। হজযাত্রীদের মধ্যে বুধবার পর্যন্ত ১৭ জন ইন্তেকাল করেছেন। তাঁদের মধ্যে ১৫ জন পুরুষ ও দুজন নারী। তাঁদের মধ্যে মক্কায় ১৩ এবং মদিনায় ৪ জন ইন্তেকাল করেন।
গত রাতে হাজিরা মিনায় অবস্থান করেন। আজ ফজরের নামাজ শেষে সবাই আরাফার ময়দানের উদ্দেশে মিনা ত্যাগ করবেন। কেউ হেঁটে, কেউ ট্রেনে বা বাসে যাবেন। সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করবেন তাঁরা। আরাফার ময়দানে সারা দিন অবস্থান করা ফরজ। সেখানে জোহর ও আসরের নামাজ এক আজানে দুই ইকামতে আদায় করবেন হাজিরা। আরাফার ময়দানে জাবালে রহমত থেকে হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেখানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে।
মাগরিবের আজানের পরই হাজিরা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। আরাফার ময়দানে সারা দিন অবস্থান করাকেই হজের দিন বলা হয়। মুজদালিফায় গিয়ে হাজিরা মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন। সারা রাত খোলা আকাশের নিচে কাটাবেন তাঁরা। সেখান থেকে ফজরের নামাজ পড়ে মিনার উদ্দেশে রওনা হবেন।
খালি মাথায় ইহরাম পরা লাখো হজযাত্রীর পদচারণে মুখর তাঁবুর শহর মিনা। যত দূর চোখ যায়, তাঁবু আর তাঁবু। এর মধ্য দিয়েই হাঁটছেন সাদা কাপড়ে ইহরাম বাঁধা হজযাত্রীরা। তাঁদের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল, ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাকা’। এর অর্থ, ‘হে আল্লাহ, আমি হাজির আছি, আমি হাজির আছি। আপনার কোনো শরিক নেই, আমি হাজির আছি। নিশ্চয় সমস্ত প্রশংসা ও নেয়ামত আপনারই এবং সমগ্র বিশ্বজাহান আপনার। আপনার কোনো শরিক নেই।’
হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল শুক্রবার। সৌদি কর্তৃপক্ষ আশা করেছিল, এবার হজযাত্রীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যাবে। তবে আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছর হজের উদ্দেশ্যে অন্তত ১৬ লাখ মুসল্লি মক্কা থেকে মিনায় এসেছেন।
আগের রাত থেকে গতকাল দুপুরের মধ্যে হজযাত্রীরা মিনায় প্রবেশ করেছেন। সারা দিন মিনায় নামাজ আদায় করার পাশাপাশি হজের তালবিয়া, জিকির-আজকার করে আজ শনিবার ফজরের নামাজ শেষে আরাফার ময়দানের উদ্দেশে মিনা ত্যাগ করবেন।
বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় গত বুধবার রাতে সবশেষ বুলেটিনে জানায়, হজযাত্রার পূর্বনির্ধারিত সব ফ্লাইট সৌদি আরবে গেছে। সেগুলোতে বাংলাদেশ থেকে হজে গেছেন ৮৫ হাজার ১২৯ জন। হজযাত্রীদের নিয়ে যেতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০৬টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস ৭৫টি এবং ফ্লাইনাস ৩৭টি ফ্লাইট পরিচালনা করে। হজযাত্রীদের মধ্যে বুধবার পর্যন্ত ১৭ জন ইন্তেকাল করেছেন। তাঁদের মধ্যে ১৫ জন পুরুষ ও দুজন নারী। তাঁদের মধ্যে মক্কায় ১৩ এবং মদিনায় ৪ জন ইন্তেকাল করেন।
গত রাতে হাজিরা মিনায় অবস্থান করেন। আজ ফজরের নামাজ শেষে সবাই আরাফার ময়দানের উদ্দেশে মিনা ত্যাগ করবেন। কেউ হেঁটে, কেউ ট্রেনে বা বাসে যাবেন। সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করবেন তাঁরা। আরাফার ময়দানে সারা দিন অবস্থান করা ফরজ। সেখানে জোহর ও আসরের নামাজ এক আজানে দুই ইকামতে আদায় করবেন হাজিরা। আরাফার ময়দানে জাবালে রহমত থেকে হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেখানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে।
মাগরিবের আজানের পরই হাজিরা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। আরাফার ময়দানে সারা দিন অবস্থান করাকেই হজের দিন বলা হয়। মুজদালিফায় গিয়ে হাজিরা মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন। সারা রাত খোলা আকাশের নিচে কাটাবেন তাঁরা। সেখান থেকে ফজরের নামাজ পড়ে মিনার উদ্দেশে রওনা হবেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫