সৈয়দপুরে তৈরি ভেজাল ওষুধ বিক্রি হয় ঢাকার ফার্মেসিতে
স্কয়ার, অপসোনিন, ইনসেপ্টার মতো কোম্পানির ওষুধ নকল করে নীলফামারীর সৈয়দপুরের বেনামি বিভিন্ন কারখানায় ইচ্ছেমতো তৈরি করা হয় ভেজাল ওষুধ। এর মধ্যে সব থেকে বেশি আছে জনপ্রিয় ব্র্যান্ডের গ্যাসের ওষুধ। এসব ওষুধ প্রত্যন্ত এই উপজেলা শহর থেকে আসে ঢাকায়। বিক্রি হয় রাজধানীর বড় বড় ফার্মেসিগুলোতে। এমন ৩ লাখ পিচ ভেজ