তারা রং চেনে, খেলাধুলা করে
নাম ধরে ডাকলে যেসব শিশু সাড়া দিত না, সমবয়সীদের সঙ্গে মিশত না, অস্বাভাবিক আচরণ করত; তারা এখন রং চিনতে পারে, সমবয়সীদের সঙ্গে খেলাধুলা করে। ছবি আঁকে। অটিস্টিক শিশুদের পরিবর্তনের এমন চিত্র দেখা গেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার চাঁদনগরের ইউনিক গিফট ফাউন্ডেশনে।