এক দিনের ভ্রমণে করমজল ও ষাটগম্বুজ মসজিদ
পশুর নদে লঞ্চে উঠে শুরু হলো আমাদের সুন্দরবন ভ্রমণ। নদীতে ছোট-বড় নানান আকৃতির লঞ্চের কোনোটি দাঁড়িয়ে আছে, কোনোটি চলছে। দূর-দিগন্তে নদীর কোল ঘেঁষে শোভা পাচ্ছে সবুজ বৃক্ষরাজি। নীলাভ আকাশের নিচে নয়নাভিরাম দৃশ্য দেখে সবাই অভিভূত।