অনলাইন ডেস্ক
সুন্দরবনের ভারত অংশে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা প্রথমবারের মতো ১০০ ছাড়িয়েছে। ২০২২ সালে পরিচালিত ভারতের পঞ্চম বাঘ শুমারির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সে হিসাবে বাঘের ঘনত্ব এখন প্রায় সর্বোচ্চ। ফলে এর মধ্যে অনেক বাঘ সুন্দরবনের বাংলাদেশ অংশে চলে আসার সম্ভাবনা দেখা দিয়েছে।
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সুন্দরবনের ভারত অংশে বাঘের বংশবৃদ্ধির হার সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। ফলে এসব বাঘ এখন বাংলাদেশ অংশে চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এমন অবস্থায়, ভারতীয় বন কর্মকর্তারা ব-দ্বীপ অঞ্চলের পরিস্থিতি বিবেচনা করে ভারত-বাংলাদেশকে আন্তসীমান্ত সহযোগিতা শুরুর পরামর্শ দিয়েছেন।
বন কর্মকর্তারা বলছেন, পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ অঞ্চলে প্রতি ১০০ বর্গ কিলোমিটারে বাঘের ধারণক্ষমতা প্রায় সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে। ফলে এসব বাঘ খাঁড়ি এবং নদী পার হয়ে প্রতিবেশী বাংলাদেশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে বাংলাদেশ অংশে ম্যানগ্রোভের পরিমাণ পশ্চিমবঙ্গ অংশের চেয়ে ১৬ শতাংশ বেশি।
ভারতের এক বন কর্মকর্তা বলেন, ভারতে বর্তমানে সুন্দরবনের ১ হাজার ৮৯৫ বর্গকিলোমিটার এলাকা রয়েছে। এই এলাকায় ১০১টি বাঘ বাস করে এবং প্রতি ১০০ বর্গকিলোমিটার এলাকায় ঘনত্ব ৪ দশমিক ২৭। ২০১৮ সালে সুন্দরবনের ভারত অংশে বাঘের ঘনত্ব ছিল ৩ দশমিক ৬ এবং এখানে বাঘের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০০ বর্গকিলোমিটারে ৪ দশমিক ৬৮। বংশবৃদ্ধি এভাবে অব্যাহত থাকলে এ অঞ্চলে বাঘের সংখ্যা ও বিচরণ এলাকার অনুপাত সর্বোচ্চে পৌঁছাবে, তখন বাঘেরা সুন্দরবনের বাংলাদেশ অংশে পাড়ি দিতে বাধ্য হবে।
আরেক ভারতীয় বন কর্মকর্তা জানান, রয়েল বেঙ্গল টাইগারদের সীমানা অতিক্রমের সম্ভাবনা দেখা দেওয়ার অন্যতম কারণ, সুন্দরবনের পশ্চিমবঙ্গ অংশের সজনেখালী এবং বসিরহাট রেঞ্জের পশ্চিম ও উত্তরে মানববসতি বেড়ে যাওয়া। সুতরাং ভারতীয় ম্যানগ্রোভের বাঘের জন্য একমাত্র বিকল্প আবাসস্থল হতে পারে সুন্দরবনের বাংলাদেশ অংশ।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রকাশিত একটি সরকারি বাঘশুমারি অনুসারে সুন্দরবনের বাংলাদেশের অংশে মাত্র ১১৪টি রয়েল বেঙ্গল টাইগার বাস করে। যা চার বছর আগের সংখ্যা থেকে সামান্য বেশি। আগামী বছর নতুন করে বাঘের সংখ্যার হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে।
সুন্দরবনের ভারত অংশে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা প্রথমবারের মতো ১০০ ছাড়িয়েছে। ২০২২ সালে পরিচালিত ভারতের পঞ্চম বাঘ শুমারির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সে হিসাবে বাঘের ঘনত্ব এখন প্রায় সর্বোচ্চ। ফলে এর মধ্যে অনেক বাঘ সুন্দরবনের বাংলাদেশ অংশে চলে আসার সম্ভাবনা দেখা দিয়েছে।
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সুন্দরবনের ভারত অংশে বাঘের বংশবৃদ্ধির হার সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। ফলে এসব বাঘ এখন বাংলাদেশ অংশে চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এমন অবস্থায়, ভারতীয় বন কর্মকর্তারা ব-দ্বীপ অঞ্চলের পরিস্থিতি বিবেচনা করে ভারত-বাংলাদেশকে আন্তসীমান্ত সহযোগিতা শুরুর পরামর্শ দিয়েছেন।
বন কর্মকর্তারা বলছেন, পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ অঞ্চলে প্রতি ১০০ বর্গ কিলোমিটারে বাঘের ধারণক্ষমতা প্রায় সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে। ফলে এসব বাঘ খাঁড়ি এবং নদী পার হয়ে প্রতিবেশী বাংলাদেশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে বাংলাদেশ অংশে ম্যানগ্রোভের পরিমাণ পশ্চিমবঙ্গ অংশের চেয়ে ১৬ শতাংশ বেশি।
ভারতের এক বন কর্মকর্তা বলেন, ভারতে বর্তমানে সুন্দরবনের ১ হাজার ৮৯৫ বর্গকিলোমিটার এলাকা রয়েছে। এই এলাকায় ১০১টি বাঘ বাস করে এবং প্রতি ১০০ বর্গকিলোমিটার এলাকায় ঘনত্ব ৪ দশমিক ২৭। ২০১৮ সালে সুন্দরবনের ভারত অংশে বাঘের ঘনত্ব ছিল ৩ দশমিক ৬ এবং এখানে বাঘের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০০ বর্গকিলোমিটারে ৪ দশমিক ৬৮। বংশবৃদ্ধি এভাবে অব্যাহত থাকলে এ অঞ্চলে বাঘের সংখ্যা ও বিচরণ এলাকার অনুপাত সর্বোচ্চে পৌঁছাবে, তখন বাঘেরা সুন্দরবনের বাংলাদেশ অংশে পাড়ি দিতে বাধ্য হবে।
আরেক ভারতীয় বন কর্মকর্তা জানান, রয়েল বেঙ্গল টাইগারদের সীমানা অতিক্রমের সম্ভাবনা দেখা দেওয়ার অন্যতম কারণ, সুন্দরবনের পশ্চিমবঙ্গ অংশের সজনেখালী এবং বসিরহাট রেঞ্জের পশ্চিম ও উত্তরে মানববসতি বেড়ে যাওয়া। সুতরাং ভারতীয় ম্যানগ্রোভের বাঘের জন্য একমাত্র বিকল্প আবাসস্থল হতে পারে সুন্দরবনের বাংলাদেশ অংশ।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রকাশিত একটি সরকারি বাঘশুমারি অনুসারে সুন্দরবনের বাংলাদেশের অংশে মাত্র ১১৪টি রয়েল বেঙ্গল টাইগার বাস করে। যা চার বছর আগের সংখ্যা থেকে সামান্য বেশি। আগামী বছর নতুন করে বাঘের সংখ্যার হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে।
মাঘের মাঝামাঝি এসে আজ গুঁড়িগুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ দিন দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামীকালও এমন আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। তবে রাতে তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে...
১ দিন আগেবায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতি বছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের
১ দিন আগেসারা দেশে আজ তাপমাত্রা খানিকটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আগামীকাল থেকে দেশের চার বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর...
২ দিন আগেঢাকার বাতাসে ব্যাপক দূষণ। বায়ুমান সূচকে সকালের রেকর্ড অনুযায়ী বিশ্বের ১২৫ শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। এই শহরের আজকের বায়ুমান ২৬৭। মানসূচকে ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে ধরা হয় এবং এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা ভয়ানক পর্যায়ের দূষণ হিসেবে ধরা হয়। এ দিকে ঝুঁকিপূর্ণ...
২ দিন আগে