Ajker Patrika

সুন্দরবনের ভারত অংশে বাঘের ঘনত্ব সর্বোচ্চে, ঢুকে পড়তে পারে বাংলাদেশে

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৮: ৫৫
সুন্দরবনের ভারত অংশে বাঘের ঘনত্ব সর্বোচ্চে, ঢুকে পড়তে পারে বাংলাদেশে

সুন্দরবনের ভারত অংশে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা প্রথমবারের মতো ১০০ ছাড়িয়েছে। ২০২২ সালে পরিচালিত ভারতের পঞ্চম বাঘ শুমারির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সে হিসাবে বাঘের ঘনত্ব এখন প্রায় সর্বোচ্চ। ফলে এর মধ্যে অনেক বাঘ সুন্দরবনের বাংলাদেশ অংশে চলে আসার সম্ভাবনা দেখা দিয়েছে।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সুন্দরবনের ভারত অংশে বাঘের বংশবৃদ্ধির হার সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। ফলে এসব বাঘ এখন বাংলাদেশ অংশে চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এমন অবস্থায়, ভারতীয় বন কর্মকর্তারা ব-দ্বীপ অঞ্চলের পরিস্থিতি বিবেচনা করে ভারত-বাংলাদেশকে আন্তসীমান্ত সহযোগিতা শুরুর পরামর্শ দিয়েছেন। 

বন কর্মকর্তারা বলছেন, পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ অঞ্চলে প্রতি ১০০ বর্গ কিলোমিটারে বাঘের ধারণক্ষমতা প্রায় সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে। ফলে এসব বাঘ খাঁড়ি এবং নদী পার হয়ে প্রতিবেশী বাংলাদেশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে বাংলাদেশ অংশে ম্যানগ্রোভের পরিমাণ পশ্চিমবঙ্গ অংশের চেয়ে ১৬ শতাংশ বেশি। 

ভারতের এক বন কর্মকর্তা বলেন, ভারতে বর্তমানে সুন্দরবনের ১ হাজার ৮৯৫ বর্গকিলোমিটার এলাকা রয়েছে। এই এলাকায় ১০১টি বাঘ বাস করে এবং প্রতি ১০০ বর্গকিলোমিটার এলাকায় ঘনত্ব ৪ দশমিক ২৭। ২০১৮ সালে সুন্দরবনের ভারত অংশে বাঘের ঘনত্ব ছিল ৩ দশমিক ৬ এবং এখানে বাঘের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০০ বর্গকিলোমিটারে ৪ দশমিক ৬৮। বংশবৃদ্ধি এভাবে অব্যাহত থাকলে এ অঞ্চলে বাঘের সংখ্যা ও বিচরণ এলাকার অনুপাত সর্বোচ্চে পৌঁছাবে, তখন বাঘেরা সুন্দরবনের বাংলাদেশ অংশে পাড়ি দিতে বাধ্য হবে। 

আরেক ভারতীয় বন কর্মকর্তা জানান, রয়েল বেঙ্গল টাইগারদের সীমানা অতিক্রমের সম্ভাবনা দেখা দেওয়ার অন্যতম কারণ, সুন্দরবনের পশ্চিমবঙ্গ অংশের সজনেখালী এবং বসিরহাট রেঞ্জের পশ্চিম ও উত্তরে মানববসতি বেড়ে যাওয়া। সুতরাং ভারতীয় ম্যানগ্রোভের বাঘের জন্য একমাত্র বিকল্প আবাসস্থল হতে পারে সুন্দরবনের বাংলাদেশ অংশ।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রকাশিত একটি সরকারি বাঘশুমারি অনুসারে সুন্দরবনের বাংলাদেশের অংশে মাত্র ১১৪টি রয়েল বেঙ্গল টাইগার বাস করে। যা চার বছর আগের সংখ্যা থেকে সামান্য বেশি। আগামী বছর নতুন করে বাঘের সংখ্যার হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত