সিসি ক্যামেরা নিরাপত্তার প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে : মসিক মেয়র
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, সময়ের প্রয়োজনে সিসি ক্যামেরা প্রধান নিরাপত্তার হাতিয়ার হিসেবে কাজ করে। ডিজিটাল যুগে জেলা, উপজেলায় সংগঠিত বড় ধরনের অপরাধগুলো প্রয়োজনের তাগিদে সিসি ক্যামেরা থেকে ছোট বড় অপরাধীদের চিহ্নিত করা যায়।