Ajker Patrika

সিসি ক্যামেরার আওতায় বড়মোকাম বাজার

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১০: ১২
সিসি ক্যামেরার আওতায় বড়মোকাম বাজার

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বড়মোকাম বাজারে ৮টি সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে বড়মোকাম বাজারকে নিরাপত্তার আওতায় আনা হয়েছে। বাজারে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ প্রতিরোধের জন্য এই সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সিসি ক্যামেরার কারণে বাজারের নিরাপত্তা ব্যবস্থা আরও সুরক্ষিত হবে বলে জানিয়েছেন এলাকাবাসী ও লৌহজং থানা-পুলিশ।

গতকাল শুক্রবার বাজারে সিসি ক্যামেরা উদ্বোধন শেষে বাজার কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু বলেন, ‘আলোকিত বড়মোকাম বাজার গড়ার লক্ষ্যে নিরাপত্তার আওতায় আনার জন্য বাজার কমিটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রাথমিকভাবে ৮টি সিসি ক্যামেরা বসিয়েছে। রাত-দিন ২৪ ঘণ্টা সিসি ক্যামেরাগুলো চালু থাকবে।’ বাজারের দোকানিরা বলেন, অপরাধ দমন ও অপরাধীদের শনাক্ত করতে এই সিসি ক্যামেরাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লৌহজং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, কমিটির এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এর আগে লৌহজং থানা-পুলিশের পক্ষ থেকে উপজেলার সকল বাজার কমিটিকে তাঁদের নিজ উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনের কথা বলা হয়েছে। সিসি ক্যামেরা স্থাপনে বাজারে অপরাধমূলক কাজ কমে আসবে বলে আশা রাখি। এ ছাড়া কোনো অপরাধমূলক কাজ সংঘটিত হলেও অপরাধীদের শনাক্ত করতে সুবিধা হবে। এতে জনগণের পাশাপাশি পুলিশ প্রশাসনও উপকৃত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত