Ajker Patrika

স্কুলের ওয়াশরুমে গোপন ক্যামেরা, বাতিল হলো রেজিস্ট্রেশন 

স্কুলের ওয়াশরুমে গোপন ক্যামেরা, বাতিল হলো রেজিস্ট্রেশন 

পাকিস্তানের করাচির একটি স্কুলে গোপন সিসি ক্যামেরা পাওয়া গেছে। এতে ওই স্কুলটির রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, বেসরকারি স্কুলটি করাচির সাফুরা গোথ এলাকায় অবস্থিত। অভিযোগ ওঠার পর স্কুলটির রেজিস্ট্রেশন বাতিল করেছে কর্তৃপক্ষ। 

স্কুলের ওয়াশরুমের গোপন ক্যামেরা রাখার বিষয়ে প্রথমে অভিযোগ তোলেন সেখানকার একজন নারী কর্মী। পরে এ নিয়ে তদন্ত শুরু হয়।

তদন্ত কমিটির পক্ষ থেকে বলা হয়, ছেলে ও মেয়েদের উভয়ের গোপন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। এর মাধ্যমে সহজেই পুরুষ এবং নারী শিক্ষার্থী ও কর্মীদের গতিবিধি দেখতে পারা যেত। 

তদন্তের পর পাকিস্তানের সিন্ধু প্রদেশের বেসরকারি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মানসুব হুসাইন সিদ্দিকি স্কুলটির রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ দিয়েছেন। এরইমধ্যে স্কুলটি সিলগালাও করে দেওয়া হয়েছে।

স্থানীয় অভিভাবক এবং শিক্ষার্থীরা এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের সাইবার ক্রাইম উইংও এই ঘটনার তদন্ত করবে বলা জানা গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত