Ajker Patrika

সিসিটিভি ফুটেজ দেখে যত্রতত্র ময়লা ফেলা ব্যক্তিদের জরিমানা

প্রতিনিধি, ময়মনসিংহ
সিসিটিভি ফুটেজ দেখে যত্রতত্র ময়লা ফেলা ব্যক্তিদের জরিমানা

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) এলাকায় বসানো সিসিটিভি ফুটেজ দেখে যত্রতত্র ময়লা ফেলা ব্যক্তিদের জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে নগরীর নতুন বাজার, সিকে ঘোষ রোড ও ধোপাখোলা মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ মামলায় ৫ হাজার ৮০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

মসিক সূত্র জানায়, শহরকে পরিচ্ছন্ন রাখতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার নির্দেশনা দেওয়া আছে। যে বা যারাই নির্দিষ্ট সময় ব্যতীত যত্রতত্র ময়লা ফেলছে সিসিটিভি ফুটেজ দেখে তাদেরই জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।

মসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, মসিকের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাব্বত আলী, সুপারভাইজার মো. রবিউল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর মো. জাবেদ ইকবাল প্রমুখ।

এ বিষয়ে মসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মেয়র মো. ইকরামুল হক টিটুর নির্দেশনায় চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে রাত্রিকালীন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করেছি। সন্ধ্যার পর থেকে রাত ১০ টার মধ্যে নির্ধারিত স্থানে আবর্জনা নির্দেশনা দেওয়া আছে। এ জন্য মানুষকে সচেতন করতে মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, নাটিকা এবং ক্যাম্পেইনের মাধ্যমে নগরবাসীকে জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে সম্প্রতি ৫০টি পয়েন্টে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। তারপরেও কিছু মানুষ দিনের বেলায় আবর্জনা ফেলছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদেরই জরিমানা করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত