দিঘির শহরে পানির সংকট
সিলেট নগরের বিভিন্ন এলাকার নামকরণ করা হয়েছে দিঘির নামে। একসময় বিভিন্ন এলাকায় ২০ থেকে ২৫টি দিঘি ছিল। তবে বর্তমানে বেশির ভাগ দিঘিরই অস্তিত্ব নেই। ভরাট, দখল, দূষণ আর ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধিতে হারিয়ে গেছে দিঘিগুলো। প্রতিনিয়তই বাড়ছে ভবনের সংখ্যা। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পানির সমস্যাও।